National

গত ৫ বছরের রেকর্ড ভেঙে তছনছ করে দিল নভেম্বর

গত ৫ বছরে এ রেকর্ড নেই। ২০২১ সালের নভেম্বর সেই রেকর্ডটাই গড়ে দিল। তবে এই রেকর্ড গড়ায় সারা ভারতের হাত রয়েছে। সবচেয়ে বেশি দক্ষিণ ভারতের।

এমন রেকর্ড গত ৫ বছরে হয়নি। ভারতে গত ৫ বছরে নভেম্বর মাসে এমন বৃষ্টি দেখেননি দেশবাসী। আবহাওয়া দফতর জানাচ্ছে এ বছর অতিভারী বৃষ্টি ও ভারী বৃষ্টি রেকর্ড হয়েছে ভারত জুড়েই। তবে দক্ষিণ ভারতের অবদান এরমধ্যে সবচেয়ে বেশি।

মৌসম ভবন জানাচ্ছে, দেশের ১৬৮টি আবহাওয়া দফতর অতিভারী বৃষ্টি রেকর্ড করেছে নভেম্বরে। অর্থাৎ সেসব এলাকায় অতিভারী বৃষ্টির সমতুল বৃষ্টি হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অন্যদিকে দেশের ৬৪৫টি দফতরের রিপোর্ট বলছে ভারী বৃষ্টি হয়েছে তাদের নির্দিষ্ট এলাকায়। এসবের মধ্যে আবার ১১টি এমন স্টেশন রয়েছে যারা অতিরিক্ত মাত্রায় বৃষ্টি রেকর্ড করেছে তাদের এলাকায়।

আবহাওয়া দফতর তাদের ডিসেম্বর পূর্বাভাসে জানিয়েছে, এ বছর দক্ষিণ ভারতে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হবে সেখানে। ১৩২ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জন্য।

এমনিতেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি নভেম্বরে বৃষ্টির জেরে জেরবার হয়ে গেছে। চেন্নাইয়ের মত শহরে নৌকা নেমেছে। খোলা হয়েছে ত্রাণ শিবির। জলের তলায় চলে গেছে গোটা শহর।

যদি চেন্নাই শহরের এই পরিস্থিতি হয় তাহলে তামিলনাড়ুর অন্যান্য জায়গার পরিস্থিতি অনুমেয়। রেহাই পায়নি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও কেরালাও।

এখনও যে নতুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তা দক্ষিণে বৃষ্টি ঢালবে। এর আগে ২০১৮ সালে নভেম্বর ভারী বৃষ্টি পেয়েছিল। তবে তা ২০২১-এর সামনে নগণ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *