National

কড়া সুরক্ষা বলয়ে ঘিরে ফেলা হল শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ি

নতুন করে বাড়ানো হল সুরক্ষা বন্দোবস্ত। আরও বেশি সুরক্ষাকর্মী নিযুক্ত করা হল শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির চারধারে। এক ট্যাক্সিচালকের বক্তব্যের প্রেক্ষিতে এই ব্যবস্থা।

গত ২৫ ফেব্রুয়ারির কথা। শিল্পপতি মুকেশ আম্বানির দক্ষিণ মুম্বইয়ের বাড়ি অ্যান্টিলিয়া-র সামনে একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ি থেকে ২০টি জিলেটিন স্টিক পাওয়া যায়। যা বিস্ফোরণ ঘটাতে কাজে লাগে। এছাড়া গাড়িতে পাওয়া যায় একটি হুমকি চিঠি।

সময় নষ্ট না করে তখনই মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের বাড়ি ঘিরে ফেলা হয়। সেই সুরক্ষা বলয় আরও জোরদার করা হল সোমবার।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ
Mukesh Ambani
ফাইল : সিদ্ধিবিনায়ক মন্দিরে মুকেশ আম্বানি, ছবি – আইএএনএস

এক ট্যাক্সিচালকের দাবিকে মাথায় রেখে এই বিশেষ বন্দোবস্ত করা হয়। বাড়ির চারপাশে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ব়্যাফ।

ওই ট্যাক্সিচালক পুলিশের কাছে দাবি করেন যে, তিনি ২ জন ব্যক্তিতে সন্দেহজনকভাবে অ্যান্টিলিয়া সম্বন্ধে খোঁজখবর করতে দেখেছেন। ওই ২ জনের হাতে ২টি ব্যাগ ছিল। তবে তাতে কি ছিল তাঁর জানা নেই। কিন্তু তারা খুঁটিয়ে মুকেশ আম্বানির বাড়ির বিষয়ে জানার চেষ্টা করছিল।

পুলিশ ওই ট্যাক্সিচালকের কাছ থেকে ওই ২ ব্যক্তি সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করেছে। তবে তা এখনই সংবাদমাধ্যমকে জানাতে চায়নি।

ওই ২ জনকে কেমন দেখতে তা ট্যাক্সিচালকের কাছ থেকে জেনে সেই অনুযায়ী ২ জনের স্কেচও তৈরি করেছে পুলিশ। খুঁটিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। যাতে ওই ২ সন্দেহভাজনকে চিহ্নিত করা সম্ভব হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *