National

জল্পনা জিইয়ে মোদী-নীতীশ সাক্ষাৎ, রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা ওড়ালেন নীতীশ

কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সাড়া দেননি তিনি। নিজে না গিয়ে পাঠিয়ে দিয়েছিলেন দলের শীর্ষনেতা শরদ যাদবকে। আর এদিন দিল্লিতে নিজে গিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এই রাজনৈতিক অবস্থানই এখন বিরোধী শিবিরে সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কী পুরনো তিক্ততা ভুলে ফের কাছাকাছি আসতে চলেছেন নীতীশ-মোদী? যদিও সেই জল্পনায় এদিন নিজেই জল ঢেলে দিয়েছেন নীতীশ কুমার। তাঁর দাবি, এদিন তিনি এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিহারের উন্নয়ন নিয়ে কথা বলতে। আলোচনার প্রধান বিষয় ছিল গঙ্গার নাব্যতা রক্ষা করে বিহারে বন্যা পরিস্থিতি এড়ানো। কিন্তু শুধুই এই কথা বলতে প্রধানমন্ত্রীর কাছে এসেছিলেন তিনি? একথা ঠিক মেনে নিতে পারছে না রাজনৈতিক মহল। তবে কী আপাতত বিরোধী ও সরকারপক্ষ, দু’দিকেই কিছুটা করে পা বাড়িয়ে রাখতে চাইছেন বিহারের এই পোড় খাওয়া রাজনীতিবিদ? এখনও এর সঠিক উত্তর খুঁজে পাচ্ছে না রাজনৈতিক মহল।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *