National

দেশ পেতে চলেছে তার প্রথম ‘সাংস্কৃতিক অরণ্য’

জঙ্গল, তাও আবার সাংস্কৃতিক! কেমন হবে সেই জঙ্গল। তারই ইঙ্গিত মিলল এবার। দেশবাসী পেতে চলেছেন দেশের প্রথম সাংস্কৃতিক জঙ্গল।

ভারতে তৈরি হতে চলেছে একটি সাংস্কৃতিক জঙ্গল। ভারতে অরণ্যের অভাব নেই। কিন্তু সাংস্কৃতিক জঙ্গল শব্দটাই দেশবাসীর জন্য নতুন। কী থাকবে সেই জঙ্গলে যে তার নাম হচ্ছে সাংস্কৃতিক জঙ্গল?

এই সাংস্কৃতিক জঙ্গল তৈরি হতে চলেছে সনাতন ধর্মে উল্লিখিত বিভিন্ন গাছ দিয়ে। যেসব গাছের উল্লেখ ভারতের পুরাণ ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় এই সাংস্কৃতিক জঙ্গলে সেসব গাছই কেবল জায়গা পাবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এমনকি সেইসব গাছকে গুরুত্ব দেওয়া হবে যেসব গাছের সঙ্গে সরাসরি কোনও দেবতা জড়িয়ে আছেন। সাংস্কৃতিক অরণ্যে থাকবে বট, অশ্বত্থ, অশোক, কদম সহ এমন গাছগুলি যার ভারতীয় পুরাণ ও ধর্মগ্রন্থে বিশেষ জায়গা রয়েছে।

কোথায় তৈরি হবে এই জঙ্গল? দেশ তো বটেই, ভিনদেশ থেকেও মানুষ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে স্নান করতে হাজির হন প্রয়াগরাজে। সেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের পাশেই রয়েছে সদাফলদেও আশ্রম। এই আশ্রমের জমিতেই তৈরি হবে দেশের প্রথম সাংস্কৃতিক জঙ্গল।

এজন্য আশ্রমের ২ হেক্টর জমি ব্যবহার করা হবে। সেখানে প্রাথমিকভাবে ১০০টির মত গাছ নিয়ে হবে এই অরণ্য। ইতিমধ্যেই এসব গাছের খোঁজ নিয়ে তার তালিকা বানিয়ে চারা খোঁজা শুরু হয়েছে।

এই অরণ্য তৈরি হলে মানুষ পুরাণের নানা কাহিনি ও তার সঙ্গে এসব গাছের যোগ সম্বন্ধে জানতে পারবেন। এটা একটা অন্যতম পর্যটনক্ষেত্রও হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More