National

মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বানের প্রলয়, ভেসে গেল গাড়ি, বাড়ি

মেঘ ভাঙা বৃষ্টি এমনিতেই প্রকৃতি বিরূপ চেহারা নেয়। আর তা পাহাড়ি এলাকায় হলে তো কথাই নেই। হড়পা বানের তাণ্ডবে অনেক কিছুই নিমেষে ধুয়ে যায়। যা হল এদিন।

খড়কুটোর মত ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি। মোচার খোলের মত ভাসতে ভাসতে দূর থেকে দূরে হারিয়ে যাচ্ছে মারুতি, হুণ্ডেই, টাটা সহ নানা সংস্থার নানা মডেলের গাড়ি।

গাড়ির মালিকদের তাকিয়ে দেখা ছাড়া বিশেষ কিছুই করার নেই। কারণ প্রকৃতি বিরূপ হলে তার সঙ্গে লড়াই করার মত ক্ষমতা এখনও মানুষের তৈরি হয়নি।

শুধু কি গাড়ি, সেইসঙ্গে বেশ কয়েকটি আস্ত বাড়ি পর্যন্ত ধুয়ে নিয়ে গেছে প্রলয়ঙ্করী চেহারা নিয়ে ধেয়ে আসা উথালপাতাল জলরাশি। মাটি মেশা সেই জলের তোড়ের মুখে এদিন যা পড়েছে তাই ধুয়ে গেছে নিমেষে।

সোমবার মেঘ ভাঙা বৃষ্টি হয় হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বেশকিছু জায়গায়। বর্ষার বৃষ্টি তো চলছিলই। সেইসঙ্গে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়ংকর চেহারা নেয় পাহাড়।

বেশ কয়েক জায়গায় হড়পা বান তৈরি হয়। আপাত শান্ত এলাকায় আচমকা হাজির হয় বিপুল কাদামাখা জলরাশি। তার ভয়ংকর চেহারার সামনে কিছুই টেকার নয়।

ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়। একটাই শান্তি যে কোনও হতাহতের খবর নেই। মানুষ হড়পা বানের তাণ্ডব শুরুর আগেই সুরক্ষিত জায়গায় সরে যান।

হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধরমশালা ও তার আশপাশের এলাকায়। কাঙরা জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে।

এখানেই অবশ্য শেষ নয়, আবহাওয়া অফিসের পূর্বাভাস হিমাচল ও উত্তরাখণ্ডে আগামী বুধবার পর্যন্ত প্রবল বর্ষণ হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More