National

প্রেশারকুকার ফাটার আগেই পাকড়াও ২ আল কায়দা জঙ্গি

নবাবের শহরে বড়সড় বিস্ফোরণ ঘটতে পারত যদি না এমন এক নাটকীয় পরিকল্পনায় ২ আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করত এটিএস।

বড় ধরনের বিস্ফোরণ ঘটার আগেই সব ছক বানচাল করে দিল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস। এটিএস-এর কাছে গোপন সূত্রে খবর আসে নবাবের শহর লখনউয়ের একটি বাড়িতে লুকিয়ে আছে ২ আল কায়দা জঙ্গি।

এ খবর পাওয়ার পরই সময় নষ্ট না করে ওই বাড়ির চারধারে সাদা পোশাকে ছড়িয়ে পড়ে এটিএস। জঙ্গিদের প্রতি মুহুর্তের খবর রাখা শুরু হয়। শুরু হয় গতিবিধির দিকে নজর রাখা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এভাবে প্রায় ১ সপ্তাহ চলে। গত ১ সপ্তাহ ধরে ২ জঙ্গির গতিবিধি জানার পর অবশেষে রবিবার এটিএস আটঘাট বেঁধে ওই বাড়ি ঘিরে ফেলে। তারপর কিছু বুঝে ওঠার আগেই পাকড়াও করে ২ জঙ্গিকে।

জঙ্গিরা পাকড়াও হওয়ার আগে এতটুকু আঁচ পেলে গুলি ছুঁড়তেই পারত। সেকথা মাথায় রেখে নিখুঁত পরিকল্পনায় তাদের গ্রেফতার করে এটিএস।

উত্তরপ্রদেশ এটিএস-এর আইজি জিকে গোস্বামী-র নেতৃত্বে পুরো পরিকল্পনা করা হয়েছিল। ওই বাড়িতে ওয়াসিম নামে এক ব্যক্তি গত ১৫ বছর ধরে ভাড়া থাকত।

জঙ্গিদের কাছ থেকে ২টি প্রেশারকুকার বোমা, ১টি ডিটোনেটর এবং ৬ থেকে ৭ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

জঙ্গিদের গ্রেফতার করা হলেও তাদের পরিচয় এখনও সামনে আনেনি এটিএস। তদন্তের পরই তা সামনে আনা হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তের পর এটিএস মনে করছে এদের টার্গেট ছিল লখনউয়ের বিজেপি সাংসদ ও কয়েকজন বিজেপি নেতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More