National

পরিবারকে রক্ষা করতে টানা গাছে চড়ে কাটালেন ইঞ্জিনিয়ারিং ছাত্র

পরিবার তাঁর কাছে সবকিছু। মা, বাবা, বোনকে রক্ষা করতে তাই একবারের জন্য ভাবার সময় সময় নেননি এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। টানা কাটালেন গাছে।

বাঁশের বেশ কিছু শক্তপোক্ত টুকরো জোগাড় করেন তিনি। জোগাড় করেন দড়ি। এছাড়াও টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস জড়ো করে ফেলেন।

তারপর সেগুলি দিয়ে একটি খাটিয়া মত বানিয়ে ফেলেন। একটা মানুষের ভার নিতে পারে এমন খাটিয়া তৈরি করে তারপর একটি বিশাল গাছের অনেকটা উঁচুতে উঠে সেখানে ডালগুলি পরীক্ষা করে দেখেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দেখে নেন যে ডালগুলির ওপর ওই খাটিয়াটা সোজা করে সেট করা যাবে কিনা। যখন বুঝতে পারেন গাছের একটি অংশে মোটা ডালে ভর করে দিব্যি রাখা যাবে ওই খাটিয়া, তখন নিশ্চিন্ত হয়ে সেখানে ওই খাটিয়াটি তুলে ফেলেন।

এবার ডালে খাটিয়াটি রেখে খাটিয়ার ওপর চড়ে দেখে নেন তা তাঁর ভার বহন করতে পারছে কিনা। ডালের ওপর তা দীর্ঘস্থায়ী হবে কিনা তাও পরীক্ষা করে দেখে নেন।

কারণ যদি ডাল ভেঙে খাটিয়া নিচে পড়ে তাহলে অত উঁচু থেকে পড়লে আর রেহাই নেই। এবার থাকার পালা সেখানে।

রামাওয়াত শিবা নায়েক নামে ওই ইঞ্জিনিয়ারিং ছাত্র সটান চড়ে যান গাছের ওপর সেই খাটিয়ায়। সকলকে জানিয়ে দেন আপাতত এখানেই কটা দিন কাটাবেন তিনি।

এমন ভাবার কারণ নেই যে শখ করে ছুটি কাটানোর মুডে ট্রি-হাউস বানিয়ে সেখানে একটা টানটান উত্তেজনার মুহুর্ত কাটাতে শিবার এই এত কাণ্ড।

আসলে এর পিছনে লুকিয়ে আছে তাঁর পরিবারের প্রতি অপরিসীম ভালবাসা। পরিবার বলতে মা, বাবা ও বোন। এঁদের এতটুকু ক্ষতি তিনি মেনে নিতে পারবেন না।

তাই তাঁর করোনা ধরা পড়তেই শিবা স্থির করেন নিজেকে আলাদা হয়ে যেতে হবে পরিবার থেকে। যাতে তাঁর থেকে আর কারও এই রোগ না হয়।

কিন্তু অতি সাধারণ পরিবারের একটি ঘরেই সবকিছু। সেখানে আইসোলেশন রুম কোথা থেকে পাবেন তিনি। তাই আর দেরি না করে তাঁর গ্রামের বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গল ঘেরা জায়গায় গাছেই খাটিয়া রেখে দিন কাটাতে শুরু করেন শিবা।

খাবার বাড়ি থেকে প্রতিদিন দিয়ে আসেন শিবার পরিবারের সদস্যরা। খাবার এলে গাছ থেকে একটি দড়ি বাঁধা ঝোলা ঝুলিয়ে দেন শিবা। তাতে খাবার ও অন্য প্রয়োজনীয় জিনিস রাখা হলে তিনি ফের দড়ি টেনে তা ওপরে তুলে নেন।

এমনভাবে কিছুদিন চলার পর খবর পৌঁছয় স্থানীয় প্রশাসনের কাছে। তারা দ্রুত সেখানে হাজির হয়ে শিবাকে নামিয়ে পৌঁছে দেয় একটি সরকারি আইসোলেশন সেন্টারে।

কিন্তু তার আগে রাতদিন এক করে গাছের ওপরই কাটায় শিবা। শুধু পরিবারকে ভালবেসে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগোণ্ডা জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More