National

একদিনে রেকর্ড মৃত্যু দেখল দেশ, আড়াই কোটি পার সংক্রমণ

ভারতে দৈনিক সংক্রমণ টানা ৫ দিন পড়ল। যা স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু দৈনিক মৃত্যুতে এদিন রেকর্ড উচ্চতা ছুঁয়েছে ভারত।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। পর পর ৫ দিন দেশে টানা নামল সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা গতদিনের তুলনায় নেমে হয়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা আড়াই কোটি পার করল। সংখ্যাটা দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৪৬৩ জন।

এদিন ১৮ লক্ষ ৬৯ হাজার ২২৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ৩ লক্ষের মত বেড়েছে নমুনা পরীক্ষা।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু রেকর্ড গড়েছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন। দেশে মৃত্যুর হার রয়েছে ১.১০ শতাংশে।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার জনের। এছাড়া দিল্লিতে ৩৪০ জনের, ছত্তিসগড়ে ১৪৯ জনের, উত্তরপ্রদেশে ২৭১ জনের, কর্ণাটকে ৪৭৬ জনের, রাজস্থানে ১৫৭ জনের, পঞ্জাবে ১৯১ জনের, উত্তরাখণ্ডে ২২৩ জনের, তামিলনাড়ুতে ৩৩৫ জনের, হরিয়ানায় ১১৪ জনের ও পশ্চিমবঙ্গে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেড় লক্ষের ওপর কমেছে অ্যাকটিভ রোগী। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ১ লক্ষ ৬৩ হাজার ২৩২ জন।

দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ জন। দেশে এখন কমে ১৩.২৯ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪ লক্ষ পার করেছে। সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেকটা বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৬০ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts