National

জঙ্গলে হাতির পালের ওপর নেমে এল বিদ্যুতের মারণ ঝলকানি

ঘন জঙ্গলে হাতির পালের ওপর নেমে এল বিদ্যুতের ঝলকানি। যার মর্মান্তিক পরিণতির শিকার হল তারা। ঘটনার রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আশপাশে পাহাড় ঘেরা ঘন জঙ্গল। গহন অরণ্য। নানা বন্য জন্তুর বাস সেখানে। রয়েছে হাতির পালও। গত বুধবার অসমের নওগাঁও জেলার কান্দালির জঙ্গলে নামে প্রবল বৃষ্টি। সঙ্গে বজ্র নির্ঘোষ।

ঝমঝমে বৃষ্টির মাঝেই রাতের অন্ধকারকে ম্লান করে ঝলকে উঠছিল বিদ্যুতের জালিকা। তেমনই এক বজ্রাঘাতের শিকার হয় একটি হাতির পাল। মৃত্যু হয় ১৮টি হাতির।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বাজ পড়ে হাতি বা অন্য বন্যপ্রাণের মৃত্যু নতুন নয়। এর আগেও এমনটা হয়েছে। হালেই পশ্চিমবঙ্গে এমনভাবে ৫টি হাতির মৃত্যু হয়।

কিন্তু অসমে বুধবার রাতে যা ঘটে তাতে মৃত হাতির সংখ্যা ১৮। হাতিগুলির নিথর দেহ এদিক ওদিকে ছড়িয়ে পড়েছিল। বৃহস্পতিবার সকালে জঙ্গলে হাতিগুলিকে দেখতে পান বনকর্মীরা।

১৮টি হাতির মৃত্যু নিশ্চিত হলেও তাদের মৃত্যু বজ্রাঘাতেই হয়েছে তা নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।

অসমের সবে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি পুরো ঘটনায় শোক প্রকাশ করে ঘটনার রিপোর্ট তলব করেছেন।

হাতির দেহগুলির মধ্যে কতগুলি শিশু হাতি রয়েছে তা জানাতে পারেনি বন দফতর। পুরো ঘটনার বিস্তারিত রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছে তারাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More