National

বিয়ের পরই মৃত স্ত্রী, বরের পোশাকেই শ্মশানে স্বামী

আনন্দঘন মুহুর্ত যে মুহুর্তে শোকের আবহে বদলে যেতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল এক ঘটনা। যেখানে স্ত্রীকে কনের বেশেই নিয়ে শ্মশানে গেলেন স্বামী।

সন্ধেবেলা ছিল বিয়ে। বর নিয়ে বরযাত্রী একদম সঠিক সময়ে কনের বাড়ি হাজির হয়। যদিও করোনা পরিস্থিতিতে বিয়ের আসরে অতিথি সমাগম ছিল নগণ্য। কিন্তু বিয়ের নিয়ম অক্ষরে অক্ষরে পালিত হয়।

বর ও কনেও ছিলেন খুশি। আনন্দ ছিল ২ পরিবারেও। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের নিয়ম পালন শেষ হতেই হঠাৎ কনে নিশা কুমারী অসুস্থ হয়ে পড়েন।

সব খুশি মুহুর্তে ম্লান হয়ে যায়। ২ পরিবার নিশাকে নিয়ে ছোটে কাছের একটি স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে কনের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে পাঠানো হয় ভাগলপুরের হাসপাতালে।

সেখানে নিয়ে গিয়ে কনের চিকিৎসা শুরু হলেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বিয়ের ৬ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় কনের।

বিয়ে করে বেজায় খুশি রবীশ শোকে ভেঙে পড়েন। তারপর কনের সাজেই তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী নিশা কুমারীকে নিয়ে তিনি শ্মশানের দিকে পাড়ি দেন। রবীশই স্ত্রী নিশার শেষকৃত্য সম্পন্ন করেন।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গের জেলায়। গোটা ঘটনায় শুধু ২ পরিবারই নয় আশপাশের মানুষজনও শোকস্তব্ধ হয়ে পড়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Back to top button