National

করোনা রিপোর্ট না থাকলেও ফেরাতে পারবেনা হাসপাতাল

করোনা রিপোর্ট নেই এমন রোগীকে ফেরাতে পারবেনা হাসপাতাল। তাঁকে ভর্তি নিতেই হবে। কেন্দ্রের নতুন আনা গাইডলাইনে এমনই স্পষ্ট করা হল।

দ্বিতীয় ঢেউয়ের দাপটে করোনা পরীক্ষার জন্য ডেট পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তারপর আসছে রিপোর্ট। যাতে অনেকগুলো দিন কেটে যাচ্ছে। এর মধ্যে অনেক রোগী এতটাই অসুস্থ হয়ে পড়ছেন যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

কিন্তু এতদিন করোনা রিপোর্ট ছাড়া হাসপাতালে ভর্তি নিয়ে অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। অন্য রাজ্য বা শহরের বাসিন্দা হলে তো সমস্যা আরও তীব্র হচ্ছিল।

এমন সব সমস্যা থেকে এবার রেহাই দিল কেন্দ্র। কেন্দ্রের আনা নতুন গাইডলাইন অনুযায়ী করোনা রিপোর্ট না থাকলেও রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতাল তাঁকে ফেরাতে পারবেনা।

রোগীকে প্রয়োজনীয় অক্সিজেন ও ওষুধ দিতেও হাসপাতাল বাধ্য থাকবে। এমনকি কোনও রোগী যদি তাঁর পরিচয়পত্র দেখাতেও অসমর্থ হন তাহলেও তাঁকে ফেরানো যাবেনা।

সব রাজ্যসরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে এই গাইডলাইন পাঠানো হয়েছে। তবে এটাও গাইডলাইনে বলা হয়েছে যে যদি কোনও ব্যক্তির হাসপাতালে ভর্তির মত শারীরিক অবস্থা না হয় তাহলে তাঁকে ভর্তি করা হবে না।

এজন্য কোভিড কেয়ার সেন্টার রয়েছে। কোনওভাবেই হাসপাতালের বেড অপ্রয়োজনে ধরে রাখা যাবেনা। যাঁর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই তাঁকে হাসপাতালে রাখা যাবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button