National

দেশে আরও ২ সিংহী কোভিড পজিটিভ

দেশে ফের সিংহীর দেহে মিলল করোনা সংক্রমণের হদিশ। ইতিমধ্যেই ৮ সিংহ-সিংহী করোনায় আক্রান্ত। এবার সেই সঙ্গে যুক্ত হল অন্য এক জঙ্গলের ২ সিংহীও।

করোনা সংক্রমণের শিকার হল ২ সিংহী। এর আগে হায়দরাবাদে চিড়িয়াখানার ৮টি এশিয়াটিক লায়নের দেহে করোনা পাওয়া যায়। তার মধ্যে ৪টি সিংহ ও ৪টি সিংহী। তাদের আলাদা করে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।

এবার হায়দরাবাদ থেকে বহুদূরে অন্য এক জঙ্গলে ফের ২ সিংহীর দেহে করোনা পাওয়া গেল। তারা ২ জন করোনা পজিটিভ।

উত্তরপ্রদেশের ইটাওয়ার লায়ন সাফারি চত্বরে থাকা ২ সিংহী জেনিফার ও গৌরীর গত ৩০ এপ্রিল থেকেই জ্বর ছিল। এমনই জানিয়েছে সাফারি কর্তৃপক্ষ।


তাদের নজরে রাখা হচ্ছিল। ৩ মে তাদের রক্ত ও মল পরীক্ষার জন্য পাঠানো হয়। ৬ মে সেই পরীক্ষার রিপোর্ট আসে। যেখানে দেখা যায় তারা ২ জনই করোনা পজিটিভ।

গৌরী ও জেনিফারকে আলাদা করে দেওয়া হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সাফারি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ২ জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। তবে কীভাবে তারা করোনা সংক্রমণের শিকার হল তা খতিয়ে দেখা হচ্ছে।

সাফারির কেউ তাদের সংস্পর্শে এসেছিলেন কিনা তা দেখা হচ্ছে। কেউ যদি এসে থাকেন তাহলে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা তাও দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button