National

পাত্র বিধায়ক, পাত্রী আমলা এবং একটি মিষ্টি প্রেমের গল্প

কিছুটা লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতই ঘটনা। না হলে এমন এক আজব সমীকরণের কথা কে কবে শুনেছে! কেরালার কংগ্রেস বিধায়ক সাবারিনাধান আর তিরুবনন্তপুরমের সাব-কালেক্টর দিব্যা এস নায়ারের প্রেম কাহিনি এখন ঘুরছে মুখে মুখে। ফেসবুকে ৩৩ বছরের ঝকঝকে যুবক সাবারিনাধান খোলাখুলিই জানিয়েছেন, তিরুবনন্তপুরমে তাঁদের দেখা হওয়ার পর আলাপ। অল্প সময়ের মধ্যেই পরস্পর বুঝতে পারেন তাঁদের ধ্যান ধারণা, ভাবনা, চাহিদা সবই মিলে যাচ্ছে। ফলে কিছুদিনের মধ্যেই পরিবারের আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চলেছেন তাঁরা। দিব্যাও চান তাঁদের বিয়েতে সকলের শুভকামনা। সাবারিনাধানের বাবা কার্তিকেয়ন ছিলেন কেরালা কংগ্রেসের পরিচিত মুখ। তবে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই নয়, তাঁর বিয়েও কেরালায় মিথ হয়ে গেছে। কলেজের প্রফেসর এম টি সুলেখার প্রেমে পড়েন কার্তিকেয়ন। কিন্তু পরিবারের ছিল অমত। সেখান থেকে কার্তিকেয়নের প্রেম ও বিয়ে নিয়ে কেরালায় সিনেমাও তৈরি হয়েছে। এমনই এক রঙিন মানুষের ছেলের কাছ থেকে এমন এক প্রেম কাহিনি কেরালার মানুষকে অবাক করছে না। বরং অনেকেই এখন সাবারিনাধান-দিব্যার প্রেম কাহিনিকে চর্চার বিষয় বানিয়ে ফেলেছেন। আগামী মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আরুভিক্কারা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সাবারিনাধান ও আমলা দিব্যা আইয়ার।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *