Categories: National

প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা

Published by
News Desk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিএ ডিগ্রির সার্টিফিকেট, মার্কশিট সকলের সামনে প্রকাশ করার আর্জি জানিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীকে চিঠি পাঠালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। চিঠিতে তিনি জানিয়েছেন, কানাঘুষো শোনা যায় নরেন্দ্র মোদীর নাকি কোনও ডিগ্রি নেই। তাঁর ডিগ্রি সংক্রান্ত সার্টিফিকেট বা মার্কশিটও ডিইউ-র রেকর্ডে নেই। সেটা যাচাই করতেই তাঁর চিঠি লেখা। এদিন প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন অরবিন্দ। তাঁর যুক্তি, গুজরাট বিশ্ববিদ্যালয় দাবি করে প্রধানমন্ত্রীর এমএ ডিগ্রি রয়েছে। যা তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ করেছেন। যদি তাই হয় তবে এমএ করার আগে নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে তাঁর বিএ ডিগ্রি সম্পূর্ণ করতে হয়েছে। সেই ডিগ্রি আছে কিনা সেটাই তিনি খতিয়ে দেখতে চান বলে জানিয়েছেন কেজরিওয়াল। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে কমিশনে যে নির্বাচনী হলফনামা জমা দিতে হয় তাতে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে তিনি ডিসটান্সে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ করেছেন। সেই তথ্যর সত্যতা নিয়েই এদিন প্রশ্ন তুলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk