National

ট্রাম্পের করোনার চিন্তায় মারা গেলেন ভারতীয় ভক্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা ধরা পড়ার খবর আসার পর মর্মান্তিক ঘটনা ঘটল ভারতে। মারা গেলেন তাঁর এক অন্ধ ভক্ত।

হায়দরাবাদ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা ধরা পড়েছে। এই খবর শোনার পর থেকেই মুষড়ে পড়েছিলেন তিনি। খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন।

ট্রাম্পের অন্ধ ভক্ত তিনি। ট্রাম্পের করোনা হয়েছে এটা মেনে নিতে পারছিলেননা তিনি। নাওয়া খাওয়া ছেড়ে সারাদিন ট্রাম্পের সুস্থতা কামনা করে প্রার্থনা করছিলেন।

গত রবিবার গ্রামেই তাঁর এক আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি। চা দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু চা খেতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ট্রাম্পের অন্ধ ভক্ত বুসা কৃষ্ণ তেলেঙ্গানার মেডাক জেলার টুপরান এলাকার বাসিন্দা। ট্রাম্প বলতে অজ্ঞান কৃষ্ণ তাঁর গ্রামে পরিচিত ছিলেন ট্রাম্প কৃষ্ণ নামে।

ট্রাম্পের একটি মূর্তিও বাড়িতে বানিয়েছিলেন তিনি। ১ লক্ষ ৩০ হাজার টাকা খরচ করে ওই মূর্তি বানিয়ে তাকেই দেবতা জ্ঞানে পুজো করতেন ৩৮ বছরের কৃষ্ণ।

ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করে প্রতি শুক্রবার উপবাস করতেন তিনি। উপবাস করে পুজো করতেন ট্রাম্পের। এছাড়া প্রাত্যহিক পুজো তো ছিলই।

কৃষ্ণর কাণ্ড দেখে গ্রামে তাঁকে নিয়ে কম হাসাহাসি হত না। এমনকি তাঁকে মনরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন অনেকে। কিন্তু কোনও কিছুতেই কৃষ্ণকে তাঁর ট্রাম্প প্রেম থেকে থেকে টলানো যায়নি।

এমনকি আগামী নির্বাচনেও ট্রাম্পই জিতবেন বলে নিশ্চিত ছিলেন কৃষ্ণ। বলেছিলেন ট্রাম্প জিতে চিনকে উচিত শিক্ষা দেবেন।

তাঁর পরিবার জানিয়েছে ট্রাম্পের করোনা হওয়ার খবর কানে আসার পর থেকেই মনমরা হয়ে ছিলেন কৃষ্ণ। খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। সারাক্ষণ ট্রাম্পের আরোগ্য কামনা করে চলেছিলেন।

ট্রাম্প যখন গত ফেব্রুয়ারিতে ভারতে আসেন তখন কৃষ্ণ তাঁর ভগবানকে দেখার জন্য, তাঁর সঙ্গে একটু কথা বলার জন্য বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেন। কিন্তু তাঁর সেই অনুরোধ রক্ষা হয়নি। ফলে তাঁর ট্রাম্পের সঙ্গে দেখাটা করে হয়ে ওঠা হয়নি।

তবে তাঁর ট্রাম্পের প্রতি ভালবাসা ছিল অটল। সেই ট্রাম্প প্রেমিক কৃষ্ণ চলে গেলেন অকালেই। গ্রামের বাড়িতে পড়ে রইল তাঁর দেবতা ট্রাম্পের বিশাল মূর্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *