National

বাসের সকলে সদ্যোজাত পুত্রের নাম দিলেন ‘মাহোবা ডিপো’

মাহোবা ডিপো নামটা নতুন নয়। এটাই মাহোবার বাস ডিপোর পরিচয়। এবার এই নাম হল এক সদ্যোজাত পুত্র সন্তানের।

মাহোবা (উত্তরপ্রদেশ) : করোনার এই ৬ মাসে অনেক পরিবারেই নতুন সদস্য এসেছে। পৃথিবীর আলো দেখেছে তারা। ফলে তাদের নামকরণও করতে হয়েছে।

গত এপ্রিল মাসে শাহজাহানপুরে এক দম্পতি তাঁদের মেয়ের নাম রাখেন স্যানিটাইজার কুমারী। যা সংবাদমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল। তারও আগে অবশ্য করোনার সঙ্গে সদ্যোজাতের নাম জড়িয়ে ফেলেছিলেন আর এক দম্পতি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ছত্তিসগড়ের বাসিন্দা ওই দম্পতির যমজ সন্তান হয়। তাঁরা তাদের নাম রেখেছেন কোভিড আর করোনা। আর এক দম্পতি তাঁদের পুত্রের নাম রাখেন করোনা কুমার। এবার করোনাকালে এমন আরও এক চমকপ্রদ নাম গোটা দেশকে চমকে দিল।

এক মহিলার প্রসব যন্ত্রণা ওঠার পর তাঁকে তাঁর পরিবারের লোকজন বাসে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। রথ নামে একটি স্থান থেকে তাঁরা বাসে ওঠেন। বাস যখন মাহোবা-র ওপর দিয়ে যাচ্ছে তখন ওই মহিলার প্রসব যন্ত্রণা চরমে ওঠে। বাসে তখন ছিলেন এক প্রৌঢা়। তিনি এগিয়ে আসেন। তারপর তিনি বাসের মধ্যেই ওই মহিলাকে সন্তান প্রসব করতে সাহায্য করেন।

এদিকে এমন এক পরিস্থিতিতে গোটা বাসের যাত্রীরাই উদ্বিগ্ন হয়ে পড়েন। সরকারি বাসের চালক ও কন্ডাক্টর ফোন করেন তাঁদের অফিসে। সেখান থেকে নির্দেশ পাওয়ার পর তাঁরা বাস নিয়ে সোজা হাজির হন জেলা হাসপাতালে।

হাসপাতালে ওই মহিলা ও সদ্যোজাত সন্তানকে ভর্তি করা হয়। দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসকেরা জানান মা ও সন্তান ভাল আছে। সুস্থ আছে।

এই খবর পাওয়ার পর পরিবার তো বটেই বাসের যাত্রীরাও আনন্দে মেতে ওঠেন। তাঁরা নামও স্থির করে ফেলেন সদ্যোজাত পুত্র সন্তানের। যেহেতু ওই সন্তানের জন্ম হয়েছে মাহোবা রুটের বাসে। তাই যাত্রীরা স্থির করেন ওই পুত্রের নাম হবে মাহোবা ডিপো।

এমন এক আজব নামে চমকিত সকলেই। যে বাসে পুত্রের জন্ম হয় তা মাহোবা ডিপো থেকে ছাড়ে। তাই রুটের নামেই নাম হয়েছে ওই সদ্যোজাতের।

তবে এমন নামে পরিবারও অখুশি নয়। বরং পরিবার ও বাস যাত্রী থেকে চালক, কন্ডাক্টর সকলে মিলে মিষ্টি মুখ করতে মেতে ওঠেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *