National

কিছুটা কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু বাড়ল

টানা ২ দিন ৯০ হাজারের ওপর থাকার পর মঙ্গলবার দেশে সংক্রমণ কিছুটা হলেও কমল। তবে দেশে দৈনিক মৃতের সংখ্যা এদিন বেড়ে গেছে।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা অগাস্টেই বাড়ছিল হুহু করে। সেপ্টেম্বর পড়ার পর থেকে তা যেন লাগাম ছাড়া ছুট শুরু করেছে। সংক্রমণ এতটাই বাড়ছে যে বিশ্বের অন্যতম করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিলকেও আগের দিন টপকে গেছে ভারত। ব্রাজিলকে টপকে ২ নম্বরে উঠে এসেছে তারা। দৈনিক সংক্রমণে গত ১ মাসের ওপর প্রতিদিন ভারতই শীর্ষে রয়েছে। গত ২ দিনে রেকর্ড গড়ে ৯০ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়ার পর গত একদিনে তা কিছুটা হলেও কমেছে।

গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮০৯ জন। গত একদিনে দেশে অবশ্য তার আগের দিনের তুলনায় সাড়ে ৩ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা এতটা বাড়ার পরও সংক্রমণ আগের দিনের তুলনায় ১৫ হাজার কম। এটা সদর্থক। গত একদিনে দেশে ১০ লক্ষ ৯৮ হাজার ৬২১টি নমুনা পরীক্ষা হয়েছে।

রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৪৩ লক্ষের কাছে পৌঁছে গেছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৪২ লক্ষ ৮০ হাজার ৪২২ জন। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা লম্বা লাফ দিয়েছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮৩ হাজার ৬৯৭ জন।

অ্যাকটিভ রোগী আগে কম বৃদ্ধি পাচ্ছিল। কারণ সুস্থও হয়ে উঠছিলেন অনেকে। গত ৫ দিনে সংক্রমণ যেভাবে বেড়েছে সেই অনুপাতে সুস্থতা বাড়েনি। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে। এদিন অবশ্য সেই ফারাক আবার অনেকটা কমেছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু বেড়ে হয়েছে ১ হাজার ১৩৩ জন। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৭২ হাজার পার করেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৭৫ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মৃত্যু হয়েছে ৪২৩ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১৪১ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ৮৯ জনের। অন্ধ্রপ্রদেশে ৭০ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন রেকর্ড সংখ্যক মানুষ। ৭৩ হাজার ৫২১ জন গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৩৩ লক্ষ পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ২৩ হাজার ৯৫০ জনে। দেশে সুস্থতার হার প্রায় ৭৭ শতাংশ পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts