National

বিধায়ক ছেলেকে ‘শয়তানের সন্তান’ বলায় সীতারামকে চিঠি দিলেন মা

তাঁর ছেলে বিধায়ক। তাবলে তাঁকে ‘শয়তানের সন্তান’ বলা হবে! সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে চিঠি দিলেন মর্মাহত মা।

ত্রিশূর (কেরালা) : তাঁর জানা নেই এমন চিঠি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে লেখা যায় কিনা। কিন্তু তিনি তা লিখছেন কারণ তিনি গভীরভাবে মর্মাহত যে তাঁর ছেলেকে প্রকাশ্যে শয়তানের সন্তান বলে অভিহিত করেছেন এক সিপিএম নেতা। তাঁর স্বামী একজন কৃষক ছিলেন। ২০০৪ সালে তিনি মারা যান। তিনি ছিলেন সিপিএম কর্মী। কিন্তু তাঁর ছেলে অনিল আক্কারা কংগ্রেস নেতা, কংগ্রেসের বিধায়কও। তিনি তাঁর নিজের রাজনৈতিক পথে চলছেন।

কিন্তু কোনও মা কী তাঁর সন্তানকে শয়তানের ছেলে বলে অভিহিত করা মেনে নিতে পারেন? রাজনৈতিক লড়াইয়ে এমন শব্দ ব্যবহার কেন? তিনি যেন তাঁর দলের নেতাদের যেন একটু শিক্ষা দেন। সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে এই ভাষাতেই চিঠি দিলেন মর্মাহত এক কংগ্রেস বিধায়কের মা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কেরালার কংগ্রেস বিধায়ক অনিল আক্কারা বেশ কিছুদিন ধরেই সিপিএম-এর একটি প্রকল্পের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আনছেন। বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হতে অনিলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন সিপিএম নেতারা। অনিল গৃহহীনদের জন্য প্রকল্পে বাগড়া দিচ্ছেন বলেও অভিযোগ করছিলেন তাঁরা। সম্প্রতি সিপিএম নেতা বেবি জন প্রকাশ্যেই অনিলকে শয়তানের সন্তান বলে অভিহিত করেন।

বেবি জন-এর বক্তব্যের পরই তা নিয়ে হৈচৈ শুরু হয়। প্রবল সমালোচনার মুখে পড়েন বেবি জন। কংগ্রেসের তরফে তোপ দাগা হয়। এমন ভাষা প্রয়োগের বিরুদ্ধে সোচ্চার হয় কংগ্রেস। এরমধ্যেই সরাসরি সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে চিঠি দিলেন অনিল আক্কারার মা। যা এই পুরো বিতর্কে একটা অন্য মাত্রা যোগ করে দিয়েছে। এক মা যে তাঁর সন্তান সম্বন্ধে এমন কথা শুনে মর্মাহত সে খবর সামনে আসতে সিপিএম কিন্তু চাপে পড়ে গেছে।

সাধারণ মানুষেও অনেকে বিষয়টিকে ভাল চোখে নিচ্ছেন না। রাজনৈতিক লড়াইয়ের মধ্যে এমন ভাষা প্রয়োগ কখনই গ্রহণযোগ্য নয় বলেই মনে করছেন তাঁরা। অনিল আক্কারার বিরুদ্ধে সিপিএম-এর সোচ্চার হওয়া এখন একটা শব্দ প্রয়োগে পাশা উল্টে এখন তাদেরই সমালোচনার মুখে ফেলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *