National

প্রধানমন্ত্রী ও লক্ষাধিক মানুষকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। লখনউয়ের স্মৃতি তপোবনে লক্ষাধিক মানুষকে সাক্ষী করে শপথবাক্য পাঠ করেন কট্টরপন্থী হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত এই বিজেপি সাংসদ। রাজ্যপাল রাম নায়েক যখন তাঁকে শপথবাক্য পাঠ করাচ্ছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী সহ শতাধিক বিজেপি নেতা। পরে উত্তরপ্রদেশের ২১ তম মুখ্যমন্ত্রীকে ট্যুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জানান, বিজেপি সরকার উত্তরপ্রদেশের উন্নয়নে কাজ করবে। সেটাই লক্ষ্য।

উন্নয়নের বার্তাকে সামনে রেখেই উত্তরপ্রদেশ জয় মোদীর। কিন্তু সেই উন্নয়নের বার্তা ধাক্কা খায় গত শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথের নাম ঘোষণা হওয়ায়। কট্টর হিন্দুত্ববাদী কথাবার্তা। ভারতকে হিন্দুরাষ্ট্র করার ডাক। বারবার বিতর্কিত মন্তব্য করে নিজের কট্টরপন্থার কম সাক্ষর রাখেননি তিনি। তেমন কাউকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ায় অনেকেই উন্নয়নের জায়গায় বিজেপি আসলে হিন্দুত্ববাদকে সামনে আনার চেষ্টা করছে বলে সমালোচনা করেন। সেই সমালোচনা থামাতেই কী তবে মোদীর একগুচ্ছ ট্যুইটবার্তা? প্রশ্ন উঠতে শুরু করেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *