National

প্রধানমন্ত্রী ও লক্ষাধিক মানুষকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। লখনউয়ের স্মৃতি তপোবনে লক্ষাধিক মানুষকে সাক্ষী করে শপথবাক্য পাঠ করেন কট্টরপন্থী হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত এই বিজেপি সাংসদ। রাজ্যপাল রাম নায়েক যখন তাঁকে শপথবাক্য পাঠ করাচ্ছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী সহ শতাধিক বিজেপি নেতা। পরে উত্তরপ্রদেশের ২১ তম মুখ্যমন্ত্রীকে ট্যুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জানান, বিজেপি সরকার উত্তরপ্রদেশের উন্নয়নে কাজ করবে। সেটাই লক্ষ্য।


উন্নয়নের বার্তাকে সামনে রেখেই উত্তরপ্রদেশ জয় মোদীর। কিন্তু সেই উন্নয়নের বার্তা ধাক্কা খায় গত শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথের নাম ঘোষণা হওয়ায়। কট্টর হিন্দুত্ববাদী কথাবার্তা। ভারতকে হিন্দুরাষ্ট্র করার ডাক। বারবার বিতর্কিত মন্তব্য করে নিজের কট্টরপন্থার কম সাক্ষর রাখেননি তিনি। তেমন কাউকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ায় অনেকেই উন্নয়নের জায়গায় বিজেপি আসলে হিন্দুত্ববাদকে সামনে আনার চেষ্টা করছে বলে সমালোচনা করেন। সেই সমালোচনা থামাতেই কী তবে মোদীর একগুচ্ছ ট্যুইটবার্তা? প্রশ্ন উঠতে শুরু করেছে।



News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button