National

পরিবার নিয়ে টয়লেটেই বসবাস, মেয়ের বিয়েও হল সেখানেই

বেশ কয়েক বছর ধরে এক দরিদ্র পরিবার বাস করছে একটি টয়লেটে। মাঝে মেয়েদের বিয়েও ওই টয়লেট থেকেই দিতে হয়েছে তাদের।

টিকমগড় (মধ্যপ্রদেশ) : টয়লেটেই সংসার। দায়ে পড়ে এক আধদিন নয়। বছরের পর বছর। একটা টয়লেটে স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে বসবাস করতে হয়েছে মগনলাল আহিরওয়ার নামে ব্যক্তিকে। ওই পরিবারের দাবি তারা অনেকবার প্রশাসনকে জানিয়েছে তাদের দুরবস্থার কথা। প্রধানমন্ত্রী আবাস যোজনা-য় একটি ঘর চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে পড়েছেন মগনলাল ও তাঁর পরিবার। কিন্তু মেলেনি।

মগনলালের স্ত্রী জানিয়েছেন তিনি নিজে বারবার স্থানীয় প্রশাসনের দরজায় গিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাঁদের তাই বাধ্য হয়ে গত ৪ বছর ধরে টয়লেটে বসবাস করতে হচ্ছে। ওই টয়লেটে উজ্জ্বলা যোজনায় গ্যাসও পেয়েছেন। কিন্তু থাকতে হচ্ছে সেখানেই। এমনই এক অমানবিক ঘটনা ঘটছে মধ্যপ্রদেশের টিকমগড় জেলার কেশবগড় গ্রামে। এমন অবস্থা যে ওই টয়লেট থেকেই মেয়ের বিয়ে দিয়েছেন ওই দম্পতি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

স্থানীয় প্রশাসন অবশ্য একথা মানতে নারাজ। তাদের দাবি টয়লেট নয় একটি বাড়িতেই থাকে ওই পরিবার। মোহনগড়ের তহশিলদারের দাবি এটা হতে পারে যে ওই পরিবার আগে টয়লেটে থাকত। কিন্তু এখন থাকেনা। তারা এখন বাসযোগ্য ঘরেই থাকে। যদিও সে দাবি মেনে নেয়নি মগনলালের পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *