
গোয়ায় এগিয়ে থেকেও কুর্সি দখল করতে পারল না কংগ্রেস। বরং কংগ্রেসের চেয়ে ৪ আসনে পিছিয়ে থেকেও ২১-এর ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল বিজেপি। অন্তত এদিন তেমনই দাবি করে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানায় তারা। এক্ষেত্রে গোয়া বিজেপির দাবি মেনে নিয়ে মনোহর পারিক্করকেই গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে সামনে এনেছে কেন্দ্রীয় বিজেপি। ম্যাজিক ফিগার ছুঁতে কংগ্রেসর দরকার ছিল মাত্র ৪ জন বিধায়কের সমর্থন। অন্যদিকে বিজেপিকে জোগাড় করতে হত ৮ জন বিধায়কের সমর্থন। তুলনামূলকভাবে কঠিন কাজটাও কিন্তু মাত্র ১ দিনের ব্যবধানে সেরে নিয়েছে তারা। গোয়ার আঞ্চলিক দলগুলির সমর্থনে গোয়ায় সরকার গড়তে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। ফলে পারিক্করকে কেন্দ্রে তুলে নিয়ে গেলেও ফের তাঁকে গোয়ায় ফেরাতে হচ্ছে বিজেপিকে। আগামী মঙ্গলবার বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। ১৫ দিনের মধ্যে বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে তাঁদের।













