National

গরুর সঙ্গে কুকর্ম, সিসিটিভিতে ধরা পড়ল প্রৌঢ়ের কুকীর্তি

এক প্রৌঢ়ের লালসার হাত থেকে রেহাই পেল না গরুও। তার সেই দুষ্কর্মের ছবি সিসিটিভিতে ধরা পড়েছে।

Published by
News Desk

ভোপাল : খাটালে ঢোকার সময়ই নজরে পড়েছিল খাটালের মালিকের। তিনি পথও আটকেছিলেন। কিন্তু খাটালে প্রবেশের অন্য কারণ দেখিয়ে সে ঢুকে পড়ে সেখানে। খাটালের মালিক ঘুণাক্ষরেও টের পাননি ৫৫ বছরের ওই প্রৌঢ়ের মাথায় আসলে ঘুরছে অন্য দুষ্কর্মের ফন্দি। খাটালে ঢুকে একটি গরুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয় ওই প্রৌঢ়। যে ছবি খাটালে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। বেশ কিছুটা সময় সেই কুকর্ম চালানোর পর একসময় সে সেখান থেকে চম্পট দেয়।

খাটালের মালিক অবশ্য তখন টের পাননি কী হয়ে গেল তাঁরই খাটালে, তাঁরই গরুর সঙ্গে! পরে তিনি একসময় তাঁর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে বিষয়টি দেখে আঁতকে ওঠেন। ভোর ৪টের সময় তাঁর খাটালে ঢুকে ওই প্রৌঢ় যে এমন কিছু করতে পারে তা দেখে রীতিমত হতভম্ব খাটাল মালিক। তারপরই তিনি পুলিশে বিষয়টি জানান। অভিযোগ দায়ের করেন ওই প্রৌঢ়ের বিরুদ্ধে। পুলিশ ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে ভোপালের সুন্দরনগর এলাকায় একটি খাটালে। মাস দুয়েক আগে মধ্যপ্রদেশের গুনা জেলাতেও প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। সে সময় এক যুবক এমন কাণ্ড করে একটি গরুর সঙ্গে। সেটিও ভিডিওতে ধরা পড়ে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।

Share
Published by
News Desk