National

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-র ফল

প্রকাশিত হল আইসিএসই-র ফল। আইএসসি-র ফলও প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি : আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। এবার আইসিএসই-তে পাশের হার ৯৯.৩৩ শতাংশ। অর্থাৎ সামান্য কজন বাদ দিয়ে পাশ করেছে প্রায় সব পরীক্ষার্থীই। এ রাজ্যে আইসিএসই-তে ৩৬ হাজার ৯২০ জন পাশ করেছে। আইসিএসই-তে গোটা দেশে ২ লক্ষ ৬ হাজার ৫২৫ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৩৭৭ জন।

দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৬.৮৪ শতাংশ। এ রাজ্য থেকে ২৪ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থী পাশ করেছে। এবার মেরিট লিস্ট বার হবে না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তবে পরীক্ষার্থীরা তাদের ফলাফল ওয়েবসাইটে দেখতে পাবে। সিআইএসসিই ডট ওআরজি ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাওয়া যাবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এসএমএস-এর মাধ্যমেও এই ফল দেখতে পাওয়া যাচ্ছে। ৭ সংখ্যার রোল নম্বর সহ এসএমএস করতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। করোনা আবহে এই রেজাল্ট বার হওয়ায় যথেষ্ট স্বস্তি পেয়েছেন মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *