National

টানা ৩ দিন কঠোর লকডাউনের পথে হাঁটল এক রাজ্য

আনলক পর্বে সব খুলছে ঠিকই। সেইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ফলে রাজ্যগুলি এক এক করে ফের লকডাউনের পথ নিচ্ছে।

Published by
News Desk

লখনউ : পশ্চিমবঙ্গে যেমন বৃহস্পতিবার থেকে কেবল কন্টেনমেন্ট জোনে লকডাউন শুরু হল, উত্তরপ্রদেশে কিন্তু তেমনটা হল না। যোগী রাজ্যে টানা ৩ দিন সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল প্রশাসন। মাছি না গলা লকডাউন চাইছে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। সেকথা মাথায় রেখেই এই পদক্ষেপ। এই ৩ দিনে কার্যত স্তব্ধ থাকবে উত্তরপ্রদেশ।

শুক্রবার রাত ১০টা থেকে লকডাউন বলবৎ হবে উত্তরপ্রদেশ জুড়ে। যা বজায় থাকবে সোমবার ভোর ৫টা পর্যন্ত। অর্থাৎ উইকএন্ড বাড়িতেই কাটবে উত্তরপ্রদেশের শহর থেকে গ্রাম, সব জায়গার মানুষের। সরকারের তরফে জানানো হয়েছে এই সময়ে কিছু প্রয়োজন হলে তা বাড়ির দরজায় পৌঁছে দেবে প্রশাসন। কিন্তু কেউ গ্রহণযোগ্য প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বার হতে পারবেননা।

বাস, গাড়ি, দোকানপাট সবই বন্ধ থাকবে। খোলা থাকবে কেবল পেট্রোল পাম্প ও হাসপাতাল। ট্রেন ও বিমানপরিবহন অবশ্য চালু থাকছে। ট্রেন বা বিমানের যাত্রীদের জন্য কিছু বাস রাখা হবে। এছাড়া জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা চলবে। যেখানে যেখানে নির্মাণকার্য চলছে সেখানে তা চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lockdown

Recent Posts