National

তার রাজনৈতিক যোগাযোগ ফাঁস করে দিল বিকাশ দুবে

কানপুর কাণ্ডে মোস্ট ওয়ান্টেড বিকাশ দুবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরই হৈচৈ পড়ে গেছে।

লখনউ : তাকে পাকড়াও করতে গিয়ে তারই দলবলের গুলিবর্ষণের মুখে পড়ে কানপুরের কাছে প্রাণ হারান ৮ পুলিশকর্মী। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। বিকাশ দুবেকে যেভাবেই হোক পাকড়াও করতে হবে বলে জানিয়ে দেন স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে বিকাশের একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটি কবে তোলা তা জানা যাচ্ছেনা। বা ভিডিওর সত্যতাও বিচার করা হয়নি। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, ভিডিওতে বিকাশ বেশ কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে তার যোগাযোগের কথা স্পষ্ট করে নাম ধরে বলে দিয়েছে।

বিকাশ জানিয়েছে তার রাজনৈতিক গুরু ছিলেন হরিকৃষ্ণ শ্রীবাস্তব। যিনি ১৯৯০-৯১ সালে মুলায়ম সিং সরকার ক্ষমতায় থাকাকালীন উত্তরপ্রদেশের স্পিকার পদও সামলেছেন। আবার ২০১৭ সালে যখন বিকাশ রাজনৈতিক পদক্ষেপের মুখে পড়ে তখন তাকে সাহায্য করেছিলেন বিজেপির ২ বিধায়ক অভিজিৎ সাঙ্গা ও ভগবতী সাগর। যদিও একথা অস্বীকার করেছেন ২ বিধায়কই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অভিজিৎ সাঙ্গা জানিয়েছেন, তিনি উল্টে বিকাশের বিরুদ্ধে একাধিকবার ব্যবস্থা নিতে বলে সোচ্চার হয়েছেন। তিনি আরও বলেন, বিকাশের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়িয়ে দেওয়ার পুরনো অভ্যাস আছে। অন্যদিকে ভগবতী সাগর দাবি করেছেন এটা তাঁর ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা। ২ বিধায়কই ভিডিওটির তদন্ত হওয়া উচিত বলে জানিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *