National

লৌহমানবীর লজ্জার হার, মণিপুরে হাতে বিঁধল পদ্মকাঁটা

পূর্বভারতে বিজেপির দাপট তৈরি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লুক ইস্ট নীতি নিয়েছিলেন। বারবার পূর্বভারতের আপাত অবহেলিত রাজ্যগুলোতে ছুটে গেছেন তিনি। সেই চেষ্টার সুফল মিলল ভোটে। মণিপুরেও ফুটল পদ্ম। যে রাজ্যে কংগ্রেস ছাড়া কাউকে সেভাবে খুঁজে পাওয়া যেতনা। গত ১৫ বছর ধরে যেখানে দাপটে শাসন করে গেছে কংগ্রেস। সেখানে এবার পদ্ম কাঁটা বেশ জোরেই বিঁধল।

কংগ্রেস বিজেপি টক্করের বাইরেও এবারের বিধানসভা নির্বাচনে মণিপুরের অন্যতম আকর্ষণ ছিলেন লৌহমানবী বলে খ্যাত ইরম শর্মিলা চানু। রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারের দাবিতে ১৬ বছরের অনশন ইরমকে রাজ্যের বহু মানুষ সহ দেশ বিদেশের মানুষের কাছেও শ্রদ্ধার জায়গায় দিয়েছিল। কিন্তু গত অগাস্টে শর্মিলা এতদিনের অনশন ভেঙে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এবার ভোটে দাঁড়ান তাঁর নতুন দল পিআরজেএ-এর হয়ে। মুখ্যমন্ত্রী ওকরাম আইবোবি সিং-এর বিরুদ্ধে থোউবল বিধানসভা আসনে প্রার্থী হন তিনি। ভোটের আগে ওকরাম-চানু লড়াই নিয়ে মুখিয়ে ছিল গোটা দেশ। কিন্তু এদিন ফলাফল প্রকাশ হতেই হতবাক সকলে। ইরম শর্মিলার ঝুলিতে এসেছে মাত্র ৯০টি ভোট! প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন ওকরাম। এভাবে হারের পর কার্যতই ভেঙে পড়েন শর্মিলা। জানিয়ে দেন আর কখনও ভোটে লড়বেননা তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *