National

জেলেই মৃত মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী ইউসুফ মেমনের মৃত্যু হল জেলেই।

নাসিক (মহারাষ্ট্র) : ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড টাইগার মেমন। সে এখনও বেপাত্তা। তবে তার ভাই ইউসুফ মেমনকে গ্রেফতার করে পুলিশ। বিচার হয়। তাতে ইউসুফ মেমনের যাবজ্জীবন সাজা হয়। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম, টাইগার মেমন সহ বেশ কয়েকজন মুম্বই বিস্ফোরণে জন্য অভিযুক্ত। তাদের এখনও খোঁজ চলছে। এরমধ্যেই ইউসুফ মেমনের মৃত্যু হল হাসপাতালে।

টাইগারের ভাই ইউসুফ মুম্বই বিস্ফোরণের যাবতীয় বন্দোবস্তের জন্য তার বাড়ি ব্যবহার করতে দেয়। বিস্ফোরণ ঘটাতে সবরকম সাহায্যও করে। সেই ইউসুফ মেমনের যাবজ্জীবন সাজা হওয়ার পর তাকে রাখা হয়েছিল নাসিক সেন্ট্রাল জেলে। সেই জেলেই তার মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু তা জানা যায়নি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ইউসুফের দেহ হাসপাতালে পাঠানো হয়েছে তার মৃত্যুর সঠিক কারণ জানতে। প্রসঙ্গত টাইগার ও ইউসুফের আর এক ভাই ইয়াকুব মেমনকেও পুলিশ গ্রেফতার করে। মুম্বই বিস্ফোরণের ঘটনায় তার বিচার হয়। তার মৃত্যুদণ্ড হয়। ২০১৫ সালে তার নাগপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হয়। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বই শহরের শেয়ারবাজার, জাভেরি বাজার, শিব সেনা ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, হোটেল সহ ১২টি জায়গায় বিস্ফোরণ হয়। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই শহর। ঘটনায় মৃত্যু হয় ৩১৫ জন সাধারণ মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *