National

দুর্গের আকাশে অ্যাংগ্রি বার্ডস-এর বাস্তব লড়াই

আকাশের বুকে লড়াই করছে ২টি পাখি। দুর্গের ঠিক মাথায়। অবশেষে হার হল একটির।

আগ্রা : এমন ঘটনা সচরাচর দেখা যায়না। ২টি বিশাল পাখি নিজেদের মধ্যে প্রবল লড়াইয়ে লিপ্ত। আগ্রা দুর্গের ওপর নীল আকাশে এই ২টি বিশাল পাখির এমন মরণপণ লড়াই দেখে হতবাক হয়ে যান অনেকেই। অনেকেই থমকে যান। দুর্গের সুরক্ষার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরাও দাঁড়িয়ে পড়েন আকাশের বুকে এই ২ পাখির লড়াই দেখতে। বোঝাই যাচ্ছিল এদের মধ্যে একজনের মৃত্যু দিয়েই শেষ হতে পারে এই ভয়ংকর লড়াই।

একটি পেঁচা। অন্যটি ভুবন চিল। ভুবন চিল বা ব্ল্যাক কাইট ঈগল প্রজাতির পাখি। প্রায় একই রকম দেখতে। পেঁচাটিও বড়সড় চেহারার। ২টি অতিকায় পক্ষী আকাশের বুকে এমন ভয়ংকর লড়াইয়ে লিপ্ত হলে খুব স্বাভাবিকভাবেই মানুষের নজর কাড়ে। এটা পরিস্কার ছিল যে কেউ কাউকে ছাড়তে রাজি নয়। জখম হলেও লড়াইয়ে এতটুকু ঢিল দিচ্ছে না তারা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অবশেষে হার জিতের ফয়সালাটা আকাশে হয়েই যায়। শক্তিশালীর জয় হয়। আকাশ থেকে রক্তাক্ত জখম অবস্থায় নিচে আছড়ে পড়ে পেঁচাটি। পেঁচাটিকে সিআইএসএফ জওয়ানরা উদ্ধার করেন। তার একটি ডানা ভয়ংকর ভাবে জখম হয়েছে। পেঁচাটিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার আপাতত চিকিৎসা চলছে। লেজার থেরাপি করা হচ্ছে তার। এদিকে দীর্ঘক্ষণের এই ২ পাখির লড়াই দেখতে নিচে বহু মানুষের ভিড় জমে যায়। ২ পাখির মরণবাঁচন লড়াই তারিয়ে উপভোগ করেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *