National

১০ দিনে একই হাসপাতালে আক্রান্ত ৯০ চিকিৎসক

১০ দিনের মধ্যে একটি মাত্র হাসপাতালেরই ৯০ জন চিকিৎসক করোনা সংক্রমণের শিকার হলেন।

চেন্নাই : ১০ দিনের ব্যবধানে একের পর এক চিকিৎসক করোনার শিকার হলেন। সংখ্যাটা ১০ দিনে গিয়ে ঠেকেছে ৯০ জনে। হাসপাতালের কোভিড ওয়ার্ডের ৯০ জন চিকিৎসক নিজেরাই এখন করোনা সংক্রমিত। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। চেন্নাইয়ের রাজীব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতাল-এর এমনই পরিস্থিতি। বাড়তে থাকা করোনা রোগীর কথা মাথায় রেখে বিভিন্ন জায়গা থেকে ৩০০ জন চিকিৎসককে এখানে বদলি করে আনা হয়েছিল।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সেখানে করোনা রোগীদের জন্য আরও ৫০০টি নতুন বেড করা হয়েছে। কোভিড ওয়ার্ডে ব্যস্ততা সারা দিনরাত থাকছে। এমন অবস্থা যে গত ৩ মাসে হাসপাতালের চিকিৎসক থেকে কর্মী কেউ ভাল করে ঘুমোতে বা খেতে পারেননি বলে অভিযোগ করেন ওই হাসপাতালের এক আধিকারিক।

হাসপাতালের সকলে পরিবারের সঙ্গে পর্যন্ত গত ৩ মাসে সেভাবে দেখা সাক্ষাতের সুযোগ পাননি। যেটুকু কথা হচ্ছে তা হোয়াটসঅ্যাপে। এরমধ্যে আবার হাসপাতালের করোনা ওয়ার্ডের ৯০ জন চিকিৎসক করোনা সংক্রমণের শিকার হওয়ায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে চিন্তা বাড়ছে। তামিলনাড়ুতে হুহু করে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিকিৎসা ব্যবস্থা সামলানোর আহ্বান জানিয়েছেন ডিএমকে নেতা স্ট্যালিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button