National

করোনা সংক্রমণের শিকার দেশের প্রতিরক্ষা সচিব

এর আগে রাজ্যসভার সচিব করোনা সংক্রমণের শিকার হন। এবার সেই তালিকায় যুক্ত হল প্রতিরক্ষা সচিবের নাম।

নয়াদিল্লি : করোনা এবার থাবা বসাল সাউথ ব্লকেও। দিল্লির রাইসিনা হিল কমপ্লেক্সে অবস্থিত সাউথ ব্লকে প্রতিরক্ষা মন্ত্রকের দফতর। সেখানেই বসেন দেশের প্রতিরক্ষা সচিব অজয় কুমার। ১৯৮৫ ব্যাচের আইপিএস অফিসার অজয় কুমার করোনা সংক্রমণের শিকার হওয়ার পরই এদিন দিল্লির সাউথ ব্লকের একাংশ সিল করে দেওয়া হয়। শুরু হয় স্যানিটাইজেশনের কাজ।

প্রতিরক্ষা সচিব করোনা সংক্রমণের শিকার একথা শোনার পরই এদিন সাউথ ব্লকে প্রতিরক্ষা মন্ত্রকের অনেক উচ্চপদস্থ আধিকারিক অফিসে আসেননি। শোনা যাচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বয়ং এ খবর পাওয়ার পর অফিস যাননি। এদিকে অফিস চত্বর স্যানিটাইজেশনের কাজ শুরুর পাশাপাশি শুরু হয় কন্টাক্ট ট্রেসিং। কারা কারা অজয় কুমারের সংস্পর্শে এসেছিলেন তার খোঁজ শুরু হয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

দেখা গেছে শেষ কয়েকদিনের মধ্যে সাউথ ব্লকের মোট ৩০ জন সচিব অজয় কুমারের সংস্পর্শে এসেছিলেন। তাঁদের প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শুধু ভারত বলেই নয় বিশ্বের অনেক দেশেই দেশের প্রথমসারির মানুষজন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রীই করোনা সংক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *