National

মাকে পারলেও ২ মেয়েকে উদ্ধার করতে পারলেননা সাহসী যুবক

গঙ্গায় স্নান করতে নেমেছিল ঠিকই। কিন্তু জল থেকে আর ওঠা হল না। জলেই ডুবে মৃত্যু হল ১ কিশোরী ও ১ তরুণীর।

প্রবল গরম। তাই ২ বোন মিলে স্থির করে তারা গঙ্গায় স্নান করবে। শরীরটা ঠান্ডা হবে। এখন লকডাউন চলায় গঙ্গার ঘাটেও তেমন ভিড় নেই। স্থানীয় হওয়ায় গঙ্গা পর্যন্ত পৌঁছতে সমস্যা হয়নি ২ জনের। তবে ২ জন একা গঙ্গা পর্যন্ত আসেনি। সঙ্গে ছিলেন তাদের মা। তারপর স্নান করতে তারা জলে নামে। মা ও ২ বোন মিলে গঙ্গায় স্নান করতে করতে এক সময় একটু গভীর জলের দিকে এগিয়ে যান। আর সেটাই কাল হয়। ৩ জনই জলে ডুবতে থাকেন। ৩ জনই বাঁচার আর্তি জানিয়ে চিৎকার করতে থাকেন।

মা ও ২ বোন যেখানে স্নান করছিলেন তার কাছেই গঙ্গায় স্নান করছিলেন এক যুবক। তিনি ৩ জনকে এভাবে ডুবতে দেখে তাঁদের বাঁচাতে এগিয়ে যান। ওই যুবকের তৎপরতায় মা রক্ষাও পান। মাকে দ্রুত পাড়ের কাছে এনে ওই যুবক এবার ওই ২ বোনকেও বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেন। কিন্তু জলে তখন প্রবল কারেন্ট। ফলে মাকে বাঁচিয়ে ওই যুবক যতক্ষণে ফের জলে ঝাঁপ দিয়ে ২ বোনের কাছে পৌঁছন ততক্ষণে তারা তলিয়ে গেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

খবর যায় পুলিশে। পুলিশ দ্রুত হাজির হয়। আসেন জল পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা। তাঁরা প্রবল স্রোতের গঙ্গায় ডুব দিয়ে শুরু করেন ১৪ বছরের স্বপ্না ও ২৩ বছরের নেহার খোঁজ। বেশ কিছুক্ষণ তল্লাশি চলার পর অবশেষে ২ বোনের দেহ উদ্ধার করতে সমর্থ হন তাঁরা। ২ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নেহরা ঘাটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *