National

ঋতুস্রাবের দিনগুলোয় মহিলাদের পাশে দাঁড়াল লখনউ জেলা প্রশাসন

দোকানে ন্যাপকিন নেই, ঋতুস্রাবের দিনগুলোয় এ এক অপরিহার্য জিনিস

দেশজুড়ে লকডাউন চলছে। লখনউতে তাই অনেক জায়গায় স্যানিটারি ন্যাপকিনের হাহাকার। অনেক মহিলাই অভিযোগ করছেন দোকানে স্যানিটারি ন্যাপকিন নেই। অথচ ঋতুস্রাবের দিনগুলোয় এ এক অপরিহার্য জিনিস। তাহলে উপায়!

উপায় বার করে এগিয়ে এল লখনউ প্রশাসন। স্থানীয় প্রশাসনই এবার উদ্যোগ নিল যাতে মহিলারা বাড়িতে বসেই পেতে পারেন স্যানিটারি ন্যাপকিন। কোথাও যেতে হবেনা তাঁদের। সঙ্গে দেওয়া হবে সাবান ও স্যানিটাইজার। আর এসবই মিলবে বিনামূল্যে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

লখনউ প্রশাসন এখন সেসব জায়গাকে চিহ্নিত করেছে যেসব এলাকায় স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাচ্ছেনা। সেখানকার বাসিন্দা প্রতিটি পরিবারের মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন, সাবান ও স্যানিটাইজার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারা।

এই কাজ করা হবে সখী ভ্যানের দ্বারা। এজন্য ৬টি সখী ভ্যান কাজে লাগানো হচ্ছে। এই ভ্যানে করেই স্যানিটারি ন্যাপকিন, সাবান ও স্যানিটাইজার বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিনামূল্যে।

লখনউ জেলা জুড়েই যদি এমন কোনও মহিলা থাকেন যিনি এসময় স্যানিটারি ন্যাপকিন পাচ্ছেন না, তিনি চাইলে একটি হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। এই হেল্পলাইন নম্বর জেলা প্রশাসনের তরফেই তৈরি করা হয়েছে।

সেখানে জানালে তাঁর কাছে প্রশাসনের তরফেই দ্রুত স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া হবে। লখনউয়ের জেলাশাসক নিজে এই পুরো বন্দোবস্তের কথা জানিয়েছেন। নিশ্চিন্ত করেছেন মহিলাদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *