National

ঘোড়ার গায়ে লাল দাগ এঁকে পিঠে চড়ে পুলিশের অভিনব উদ্যোগ

সাদা ধবধবে ঘোড়ার সারা গা জুড়ে লাল স্পট। বেশ নজর কাড়ার মত লাল স্পট। ঘোড়ার পিঠে বসে আছেন এক পুলিশকর্মী। ঘোড়া গ্রাম্য মেঠো পথের ধুলো উড়িয়ে হেঁটে চলেছে। কখনও আবার পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসছে। তো চড়াই বেয়ে উপরে উঠছে।

পুলিশকর্মীর হাতে একটা মাইক। সেই মাইকের সাহায্যে করোনা থেকে বাঁচার রাস্তা বাতলাচ্ছেন ওই পুলিশকর্মী। এমনই এক অভিনব দৃশ্য দেখেই সোমবার সকালে ঘুম ভাঙে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার পিপুল্লির অন্তর্গত কয়েকটি গ্রামের মানুষের।

ওই পুলিশকর্মীর নাম মারুতি শঙ্কর। সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। তিনি এবার এগিয়ে এসেছেন গ্রামের মানুষকে করোনা সম্বন্ধে সচেতন করতে। তাঁদের বাড়ি থেকে না বার হওয়ার পরামর্শ দিতে। লকডাউনকে মেনে চলতে।

মারুতির মতে, এমন এক অভিনব উদ্যোগের প্রেরণা তিনি পেয়েছেন প্রধানমন্ত্রী, তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ বিভাগে তাঁর উর্ধ্বতন আধিকারিকদের কাছ থেকে। কিন্তু ঘোড়ার গায়ে লাল দাগ কেন? সে উত্তরও দিয়েছেন মারুতি।

মারুতি জানিয়েছেন, তিনি মানুষকে বোঝাতে চেষ্টা করছেন করোনা হল এমন এক রোগ যা ঘোড়ার প্রবল গতিতে ছুটে চলার চেয়েও দ্রুত ছড়ায়। আর লাল দাগ দিয়ে তিনি করোনার ছড়িয়ে পড়া বোঝানোর চেষ্টা করেছেন।

মারুতি জানিয়েছেন, শুধু একদিন বলেই নয়, তিনি তাঁর এই অভিনব কৌশলে করোনার সচেতনতা বৃদ্ধির কাজ লাগাতার চালিয়ে যাবেন। প্রসঙ্গত অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ৪০। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *