National

বৌদির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় পাকড়াও যুবক, সাজা দিলেন দেওর

Published by
News Desk

স্বামী বাইরে কর্মরত। এই ফাঁকেই গ্রামের এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় মহিলার। তাদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ শারীরিক সম্পর্কে পৌঁছে যায়। এদিকে যে যুবকের সঙ্গে মহিলার এমন সম্পর্ক সেই যুবকের আবার ২ স্ত্রী রয়েছেন। ৩ সন্তান রয়েছে। তারপর এই মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠতা। গত বুধবারও ওই মহিলার সঙ্গে সময় কাটাতে লুকিয়ে তাঁর কাছে পৌঁছেছিল ওই বিবাহিত যুবক। তারা ঘনিষ্ঠও হয়। আর ঠিক সেই সময়ই তাদের ওই অবস্থায় দেখে ফেলেন মহিলার দেওর।

বৌদির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত অবস্থায় ওই যুবককে দেখে তখনই পদক্ষেপ করেন দেওর। ওই যুবককে টেনে বাড়ির বাইরে নিয়ে আসা হয়। তারপর শুরু হয় বেদম প্রহার। মারধর করার পর তার পরনের সব জামাকাপড় খুলে নেওয়া হয়। তারপর ওই অবস্থায় পুরো গ্রাম ঘোরানো শুরু হয়। এমন অবস্থায় ওই যুবককে হেঁটে যেতে দেখে গ্রামে ভিড় জমে যায়। অনেকেই ওই ঘটনার ভিডিও তুলে নেন।

গ্রামে পোশাকহীন অবস্থায় এভাবে ওই বিবাহিত যুবকের ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। এদিকে ওই মহিলার পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয় ওই যুবক ওই মহিলাকে ধর্ষণ করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে পরে ওই যুবককে গ্রেফতার করে। আপাতত জেলবন্দি সে। ঘটনাটি ঘটেছে আগ্রার কাছে একটি গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk