National

সোনভদ্রে আসলে সোনা নেই, সব আশায় জল ঢেলে জানিয়ে দিল জিএসআই

উত্তরপ্রদেশের সোনভদ্রে মাটির তলায় তাল তাল সোনা রয়েছে। ৩ হাজার টনের বেশি সোনা রয়েছে সেখানে। যা তোলা গেলে হয়তো ভারতীয় অর্থনীতির চেহারায় কিছুটা বদলও আসতে পারত। সেই খবর বিভিন্ন পত্রপত্রিকায় আগুনের মত ছড়িয়ে পড়ে। কিন্তু সেই একদিনের সবচেয়ে আকর্ষণীয় চর্চায় জল ঢেলে দিল খোদ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জিএসআই জানিয়ে দিল সোনভদ্রে ৩ হাজার টন সোনা নেই। আছে মাত্র ১৬০ কেজি সোনার ভাণ্ডার। ফলে একদিনে ভারতবাসীর বুকে যে আশার আলো জেগেছিল তা ধুপ করে নিভে গেল।

কেন ছড়াল তাহলে এমন খবর? কি এর তথ্যসূত্র? সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, তাদের হাতে একটি চিঠি এসে পৌঁছয় গত ৩১ জানুয়ারি। সেই চিঠিতে ডিরেক্টরেট অফ মাইনস এন্ড মিনারেলস অফ উত্তরপ্রদেশ-এর তরফে জানানো হয়েছিল সোনা পাহাড়ি ব্লকে ২ হাজার ৯৪৩ টন সোনা রয়েছে আর হার্দি ব্লকে ৪৬ কেজি সোনা রয়েছে। এই ২ জায়গা মিলিয়ে মাটির তলায় সোনার ভাণ্ডার দাঁড়ায় ৩ হাজার টনের আশপাশে। এখান থেকেই ছড়ায় খবর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সংবাদ সংস্থা জানাচ্ছে, সেই চিঠিতে এও জানা গিয়েছিল যে ধাতু উত্তোলনের জন্য নিলাম ডাকা হবে। ৭ জনের একটি কমিটিও তৈরি করা হয়েছে এই সোনা উত্তোলনের জন্য। আইএএনএস জানাচ্ছে, পুরো বিষয়টিই শুরু হয় উত্তরপ্রদেশের মাইনিং ডিপার্টমেন্ট ও সোনভদ্রের কালেক্টরের মধ্যে আদানপ্রদান হওয়া চিঠি ফাঁস হয়ে যাওয়ার পর। জিএসআই কিন্তু পরিস্কার জানিয়ে দিয়েছে যে সোনা থাকার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পায় তার পিছনে তাদের কোনও হাত নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *