National

দিল্লির মিনি কলকাতায় ভেঙে পড়ল বাড়ি

জায়গাটা সিআর পার্ক। চিত্তরঞ্জন পার্ক। দক্ষিণ দিল্লির এই এলাকাটিকে মিনি কলকাতা হিসাবেই দেখেন সকলে। সিআর পার্ক বিখ্যাত তার বড় সংখ্যক বাঙালি জনবসতির জন্য। এখানে অবলীলায় অচেনা মানুষ কাউকে বাংলায় ঠিকানা জিজ্ঞেস করার ভরসা পান। সেখানেই রবিবার ঘটে গেল দুর্ঘটনা। একটি বাড়ি ভেঙে নতুন করে গড়ার কাজ চলছিল। সেই বাড়িটির ২টি তল ভাঙা হয়ে গিয়েছিল। এদিন তার একতলাটা ধসে পড়ে তার তলায় আটকে পড়লেন ২ জন।

খবর পাওয়ার পরই সেখানে উপস্থিত হয় দমকলের ৫টি ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছুটা সময়ের চেষ্টার পর তপন মণ্ডল নামে এক ব্যক্তিকে ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করতে সমর্থ হন দমকলকর্মীরা। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় জনকে অবশ্য অত দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কীভাবে ওই পুরনো বাড়ি ভেঙে নির্মীয়মাণ বাড়িটি এভাবে তাসের ঘরের মত ভেঙে পড়ল তার কারণ এখনও পরিস্কার নয়। দমকলের প্রাথমিক অনুমান উপরের ২টি তলা ভাঙার পর তার ধ্বংসাবশেষের ভার একতলার ছাদ নিতে পারেনি। তারজন্যই পুরোটা ভেঙে নেমে যায়। দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে আপাত ক্লান্ত রবিবারের সিআর পার্কে চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *