National

এবার বিয়ের কার্ডেও জায়গা পেল সিএএ, এনআরসি

সারা দেশ জুড়ে এখন সবচেয়ে বেশি চর্চার বিষয় সিএএ, এনআরসি। খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি, দেশের অর্থনীতি, এসব নিয়ে চর্চা বড় একটা নেই। বরং সেখানে জায়গা করে নিয়েছে সিএএ, এনআরসি। দেশ জুড়ে সিএএ, এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। বিভিন্ন বিরোধী দল তো আছেই, সেইসঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন সিএএ, এনআরসি-র বিরোধিতায় পথে নেমেছেন। অন্যদিকে দেশের অন্য একটি অংশ কিন্তু সিএএ বা এনআরসি-র সিদ্ধান্তে খুশি। তারা তাকে সমর্থন করছে। এই পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানেও জায়গা পেল সিএএ, এনআরসি।

সামনের ৩ ফেব্রুয়ারি বিয়ে। তাই তার আগেই শুরু হয়েছে নিমন্ত্রণের পালা। কার্ড দিয়ে নিমন্ত্রণ। কার্ডে যেমন বিয়ের বয়ান দেওয়া থাকে, সময়সূচি দেওয়া থাকে, কোথায় বিয়ে তা দেওয়া থাকে সেসবই আছে। আর তার সঙ্গেই রয়েছে সকলকে চমকে দেওয়ার মত একটি সংযোজন। কার্ডের তলায় লেখা রয়েছে তাঁরা সিএএ ও এনআরসি-কে সমর্থন করছেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

উত্তরপ্রদেশের সম্ভলে এক বিয়ের কার্ডে সিএএ ও এনআরসি সমর্থনের কথা বড় বড় করে লেখা। পাত্র ও পাত্রী ২ জনেই সিএএ ও এনআরসি সমর্থন করছেন বলে জানিয়েছেন। পাত্র মোহিত মিশ্রর দাবি, তাঁদের এই উদ্যোগ সফল হয়েছে। চর্চা হচ্ছে খুব। যাঁরাই কার্ড পাচ্ছেন তাঁরাই তাঁদের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। প্রসঙ্গত উত্তরপ্রদেশে সিএএ বিরোধী আন্দোলনে মৃত্যুর মত ঘটনা ঘটলেও উত্তরপ্রদেশই দেশের প্রথম রাজ্য যেখানে সিএএ লাগু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *