National

তেড়ে আসছেন হাজার খানেক মানুষ, আতঙ্কে ছুট আমজনতার

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিবাদে রাজধানী দিল্লির রাজপথ এদিন আতঙ্কের রাজপথ হয়ে দাঁড়াল স্থানীয় মানুষের জন্য। প্রায় এক হাজার বিক্ষোভকারী ধেয়ে আসছেন। এ দৃশ্য দেখার পর স্থানীয় পথচলতি মানুষ প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন। কমপক্ষে ৫টি বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এছাড়া অনেক গাড়ি ও বাইকে আগুন লাগানো হয়। ভাঙচুর হয় বাসস্ট্যান্ড থেকে সরকারি সম্পত্তি। রাস্তা তখন রণক্ষেত্রের চেহারা নিয়েছে।

সি ভি রমন মার্গ, সরাই জুমেলা এলাকা, আশ্রম গেট মেট্রো স্টেশনের আশপাশের রাস্তা, মথুরা রোড সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভকরারীরা রীতিমত তাণ্ডব চালান। পুলিশের সঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। এমনকি অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে দমকল হাজির হলে দমকলের গাড়িতেও পাথরবৃষ্টি হয়। পুলিশকে লক্ষ্য করেও চলে দেদার পাথরবৃষ্টি। পাথরের আঘাতে ২ দমকলকর্মী আহত হন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রবিবারের দিল্লিতে এই হিংসাত্মক আন্দোলনে আহত হয়েছেন এক চিত্রগ্রাহকও। এদিকে ঘটনার পরই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয় তারা এই ঘটনার সঙ্গে কোনওভাবে জড়িত নয়। তাদের দাবি বাইরের কেউ এসে বাসে আগুন দিয়েছে। তাদের বিশ্ববিদ্যালয় চত্বরের শান্তি বিঘ্নিত করতে এই পদক্ষেপ। দিল্লির এদিনের ঘটনা কিন্তু সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করল। বিক্ষোভকারীদের তাড়া খেয়ে যদি সাধারণ মানুষকে ছুটতে হয় তাহলে সাধারণ মানুষের জন্য চিন্তার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *