National
২৪ ঘণ্টার ব্যবধানে অখিলেশকে দলে ফেরালেন মুলায়ম

নাটকের পর নাটক। দল থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে বহিষ্কারের পর ২৪ ঘণ্টা না কাটতেই তাঁকে ফের সমাজবাদী পার্টিতে ফেরালেন মুলায়ম সিং যাদব। ফিরিয়ে নেওয়া হয়েছে অখিলেশের তুতো ভাই রামগোপাল যাদবকেও। শনিবার দলের অধিকাংশ বিধায়ক ও মন্ত্রীর সমর্থন পাওয়ার পর বাবা তথা সপা সুপ্রিমো মুলায়ম সিংয়ের সঙ্গে দেখা করতে যান অখিলেশ। সঙ্গে ছিলেন দলের অন্যতম নেতা আজম খান। সেখানে আজম খানের মধ্যস্থতায় বাবা-ছেলের বৈঠক হয়। উপস্থিত ছিলেন কাকা শিবপাল যাদবও। বৈঠকে সবপক্ষে সন্ধি হওয়ার পর অখিলেশের ওপর থেকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। আপাতত দ্বিধাবিভক্ত সমাজবাদী পার্টির সব তরফই জানিয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তারা একত্রিত হয়ে লড়বে।