National

একসঙ্গে ৫ শিশুর জন্ম দিলেন ২৫ বছরের তরুণী

গত শুক্রবার তাঁর প্রচণ্ড প্রসব যন্ত্রণা ওঠে। পরিবারের লোকজন তাঁকে নিয়ে হাজির হন হাসপাতালে। তখনই তাঁকে ভর্তি করা হয়। শনিবার সেই হাসপাতালেই ৫ শিশুর জন্ম দিলেন ২৫ বছরের তরুণী রুকসানা। তবে ৫ শিশুর মধ্যে জন্মের পরই ১ শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ৪টি শিশুর মধ্যে ১টি শিশুকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। বাকি ৩ সদ্যোজাতর ওপর কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।

পৃথিবীতে যমজ সন্তান একছাড় হয়। ৩ সন্তানের জন্ম সে তুলনায় বিরল। তারচেয়েও বিরল ৪ সন্তান বা ৫ সন্তানের জন্ম। যেই বিরলতম ঘটনার সাক্ষী থাকলেন রাজস্থানের জানানা হাসপাতালের চিকিৎসকেরা। একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিতে দেখলেন তাঁরা। এ ঘটনা বিরল বটে তবে এমন নয় যে কখনও এর আগে হয়নি। হয়েছে, তবে হাতে গুণে। ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন এমনও দেখা গেছে যে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন মা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

শনিবার জয়পুরে যে শিশুটির প্রসবের পরই মৃত্যু হয় সেটি পুত্র সন্তান ছিল। বেঁচে থাকা অন্য ৪ সদ্যোজাতের মধ্যে ২টি কন্যা ও ২টি পুত্র। ওই মহিলা সঙ্গানীর এলাকার বাসিন্দা। তাঁকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করার পর ৫ শিশুর জন্ম দিলেও সবকটি শিশুই আন্ডারওয়েট বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফলে তাদের দিকে কঠোর নজর রাখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *