National

শশীকলার হাতেই এডিএমকে-র রাশ

সব জল্পনার অবসান। এডিএমকের সাধারণ সম্পাদক পদে শশীকলা নটরাজনকেই বেছে নিল দলের জেনারেল কাউন্সিল। দলের সিংহভাগের সম্মতিক্রমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের অন্যতম নেতা পনিরসেলভম শশীকলার হাতে এই দায়িত্ব তুলে দেন।

দলের সবচেয়ে শক্তিশালী পদের দায়িত্বভার গ্রহণও করেন শশীকলা। জয়ললিতার বাসভবন পোয়েস গার্ডেন রেসিডেন্সে সেই সময়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

জয়ললিতার মৃত্যুর পর এডিএমকে-র কার্যভার কার হাতে যাবে তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছিল। জয়ললিতার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচরী হিসাবে পরিচিত শশীকলার হাতে এই দায়িত্ব তুলে দিতে চেয়েছিলেন দলের বর্ষীয়ান নেতারা। কিন্তু সর্বসম্মতিক্রমে না হলে তিনি এই দায়িত্ব নেবেননা বলে জানিয়ে দেন শশীকলা।

জটিলতা না কাটায় ২০১৯ পর্যন্ত দলের পরিচালন অটো পাইলট মোডে ফেলে দেওয়ার কথা বলেন এডিএমকে-র একাংশ। কিন্তু একজন মাথা ছাড়া এতদিন দল চালানো মুশকিল বলে জানান অন্যান্যরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *