National

শিলিগুড়িগামী বাসে আগুন, মৃত ২

৫০ জন যাত্রী ছিলেন বাসে। বেশ গতিতেই ছিল বাসটি। এই গতির কারণেই হয়তো কিছুটা নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। রাস্তার ওপরই দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। ভিতর থেকে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে বার হয়ে আসার চেষ্টা করেন যাত্রীরা।

বাস জ্বলছে। তার মধ্যে থেকে ভেসে আসছে আর্ত চিৎকার। বাঁচানোর আর্তি। স্থানীয় লোকজনও ছুটে আসেন সেখানে। কিন্তু দাউদাউ করে জ্বলতে থাকা বাসের আগুন নিয়ন্ত্রণে না এনে বাসের যাত্রীদের রক্ষা করার রাস্তা খুঁজে পেতে মুশকিলে পড়েন তাঁরা। আগুনে বাসের মধ্যেই ২ যাত্রীর ঝলসে মৃত্যু হয়। আগুনে পুড়েছে ১২ জনের দেহ। কারও বেশি, কারও কম। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলায়। বাসটি ৫০ জন যাত্রী নিয়ে বিহারের মুজফ্ফরপুর থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আসছিল। মাঝপথে এই ঘটনা ঘটে। ডিভাইডারে কোনও বাসের ধাক্কা এই প্রথম নয়। তাতে এমন বিধ্বংসী আগুন ধরে যায়না বাসে। ঠিক কী কারণে এমনটা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল সোমবার বিঘ্নিত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *