National

মোবাইল ব্যাঙ্কিংয়ে হানা রুখতে অবিলম্বে ৪টি অ্যাপ আনইন্সটল করতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক

দেশের স্মার্ট ফোন ব্যবহারকারীদের সাবধান করল স্বরাষ্ট্রমন্ত্রক। অবিলম্বে ৪টি অ্যাপ তাঁদের ফোন থেকে আনইন্সটল করার আবেদনও জানিয়েছে তারা। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পাকিস্তান এজেন্সিগুলি এই ৪টি অ্যাপের মাধ্যমে স্মার্ট ফোনে ম্যালওয়্যার পাঠাচ্ছে। যা ফোন থেকে সব গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেবে। ৪টি অ্যাপ হল, এমপি জাঙ্কি (এটি একটি মিউজিক আ্যাপ), টকিং ফ্রগ (এটি একটি এন্টারটেইনমেন্ট অ্যাপ), বিডি জাঙ্কি (এটি একটি ভিডিও অ্যাপ) এবং টপ গান (এটি একটি গেম অ্যাপ)। মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই অ্যাপগুলি মোবাইলে থাকলে সেই মোবাইল দিয়ে মোবাইল ব্যাঙ্কিং বিপজ্জনক হতে পারে। কারণ মোবাইল ব্যাঙ্কিং করলেই সেইসব গোপন তথ্য পাক এজেন্সিগুলির হাতে পৌঁছে যাবে এই অ্যাপগুলির সাহায্যে। যা দিয়ে তারা ভারতে বড়সড় সাইবার হানা তৈরি করতে পারে। যত দ্রুত সম্ভব অ্যাপগুলি মোবাইলে থাকলে তা আনইন্সটল করার অনুরোধ জানিয়েছে মন্ত্রক।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *