National

হাসপাতালে চিকিৎসা চলাকালীন মুখের মধ্যে বিস্ফোরণ, মৃত মহিলা

এমন ঘটনা কেউ কখনও শুনেছেন কি? হয়তো না। কারও মুখের মধ্যে বিস্ফোরণ হতে পারে? কিন্তু হয়েছে তো তাই। মুখের মধ্যেই বিস্ফোরণ হয়েছে। যা কেড়ে নিয়েছে এক মহিলার জীবন। অনেকের মনে হতে পারে তাঁর মুখের মধ্যে বিস্ফোরক পুরে ফাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তেমন কিছুই হয়নি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন এই বিস্ফোরণ হয় তাঁর মুখের মধ্যে। ওই মহিলা বাড়িতে বিষ খান। সেই অবস্থায় তাঁকে বুধবার সন্ধেয় হাসপাতালে আনা হয়। সেখানে তাঁর পেট থেকে বিষ বার করার জন্য সাকশন পাইপ মহিলার মুখ দিয়ে ঢুকিয়ে দেন চিকিৎসকেরা। আর ঠিক তখনই বিস্ফোরণ হয়।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান ওই মহিলা হয়তো সালফিউরিক অ্যাসিড খেয়েছিলেন। সাকশন পাইপে থাকা অক্সিজেন ওই অ্যাসিডের সংস্পর্শে আসার পরই বিস্ফোরণ হয়। মুখে মধ্যে বিস্ফোরণের পর আর ওই মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে এটাও সঠিক কারণ কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। তদন্ত শুরু হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। ওই মহিলার পরিবারের লোকজন তাঁকে জেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের দাবি ছিল ওই মহিলা বিষ খেয়েছেন। চিকিৎসকেরা প্রচলিত পদ্ধতি মেনে বিষ পেট থেকে বার করে আনার জন্য সাকশন পাইপ ঢোকান। আর তখনই ঘটে যায় বিস্ফোরণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *