National

ওষুধের দোকানের ২ কর্মীকে গুলি করে পালাল জঙ্গিরা

ওষুধের দোকান চালাতেন দুজনে। সারাদিন ওই দোকানেই কেটে যেত তাঁদের। সাধারণ ২ ওষুধের দোকানদারকে বুধবার গুলি করে পালাল জঙ্গিরা। মুজফ্ফর আহমেদ ও ইরফান আহমেদ নামে দুজনকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। কিন্তু কেন তাঁদের গুলি? তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। তবে ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী।

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার জাইনাপোরা এলাকায়। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। তারপরই এলাকায় তন্নতন্ন করে তল্লাশি শুরু করেন জওয়ানরা। গোটা এলাকা তল্লাশি করে জঙ্গিদের নাগাল পেতে সবরকম উদ্যোগ নেন তাঁরা।

এই ঘটনার পর এলাকায় যৌথ বাহিনীর তৎপরতা বেড়েছে। এলাকা ঘিরে রাখা হয়েছে। যাতে জঙ্গিরা কোথাও লুকিয়ে থাকলেও এলাকার বাইরে বার হতে না পারে। তবে এই ঘটনার পর কোনও সন্ত্রাসবাদী সংগঠন ঘটনায় দায় স্বীকার করেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button