National

রাতভর পিকনিক, সকালে ড্যামের জলে ডুবে মৃত ১ তরুণী সহ ৩ পড়ুয়া

গত বুধবারই ভারতীয় বিদ্যাপীঠের ১০ এমবিএ পড়ুয়া হাজির হয়েছিল ড্যামের ধারে। বিশাল জলাধার। চারপাশে মনোরম প্রকৃতি। পিকনিকের জন্য আদর্শ জায়গা। এখানে ড্যামের গা ঘেঁষে সুন্দর গ্রাম ভালনি। এই ভালনি গ্রামেই ১০ এমবিএ ছাত্রছাত্রী মেতে ওঠেন পিকনিকের আনন্দে। সারা রাত হৈ হুল্লোড় চলে। রাত কেটে সকাল হলে এঁদের মধ্যে ১ ছাত্রী ও ২ ছাত্রের মহারাষ্ট্রের পুনের কাছে মুলসি ড্যামের টলটলে জলে স্নান করার ইচ্ছে হয়। সকাল ৭টা নাগাদ জলে নামেন তাঁরা।

সাধারণত ড্যামের জলের গভীরতা খুব বেশি হয়। আর সেই গভীরতাটাই বুঝে উঠতে পারেননি ২ তরুণ ও ১ তরুণী। ফলে একটা সময়ে তাঁরা জলে ডুবতে থাকেন। এই অবস্থায় সাহায্য চেয়ে চিৎকার শুরু করেন তাঁদের সঙ্গে থাকা অন্য ছাত্রছাত্রীরা। দ্রুত সেখানে হাজির হয় উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে ড্যামের বিশাল জলরাশির মাঝে কোথায় হারিয়ে গেছে ওই ৩ তরতাজা প্রাণ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ডুবুরি নামিয়ে খোঁজ শুরু হয়। ডুবুরিরা সঙ্গীতা নেগি ও শুভম রাজ সিনহা নামে ২ ছাত্রছাত্রীর দেহ উদ্ধার করেন। কিন্তু তাঁদের তৃতীয় বন্ধুর খোঁজ মেলেনি। জলের তলায় কোথায় যে তাঁর দেহ হারিয়েছে তা বিকেল পর্যন্ত জলে খোঁজ চালিয়েও জানতে পারেনি ডুবুরিরা। তবে দেহের খোঁজ অব্যাহত। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *