National

ফের বিষমদ কাণ্ড, মৃত ৪

চতুর্থ দফার নির্বাচন শেষ হওয়ার পর গত সোমবার রাতে নির্বাচনোত্তর খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়। নির্বাচন শেষের হৈচৈ এ মেতে ওঠেন গ্রামবাসীরা। রান্নাবান্না তো চলছিলই। সেইসময় বেশ কয়েকজন গ্রামবাসী মদ্যপান করেন বলে দাবি। সেই মদ্যপানের কিছুক্ষণ পরই তাঁদের বমি শুরু হয়। অবস্থা বেগতিক বুঝে সকলকেই হাসপাতালে ভর্তি করেন গ্রামবাসীরা। হাসপাতালেই ৪ জনের মৃত্যু হয়। ১৫ জন এখনও হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রক জেলার দৌলতপুর গ্রামে। ওড়িশার ভদ্রকে চতুর্থ দফায় সোমবার লোকসভা নির্বাচন যেমন ছিল তেমনই ছিল বিধানসভা নির্বাচনও। সেই ভোটগ্রহণ পর্ব মেটার পর সন্ধেয় দৌলতপুর গ্রামে আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা।

জেলা প্রশাসন অবশ্য এখনই মদ্যপানে মৃত্যুকে বিষমদ পানেই মৃত্যু বলতে নারাজ। তারা তদন্তের নির্দেশ দিয়েছে। সেই তদন্তের পরই জানা যাবে সঠিক কারণ বলে মনে করছে প্রশাসন। এদিকে বিষমদে মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তিহিডি-চাঁদবালি রোড অবরোধ করেন গ্রামবাসীরা। মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণের দাবি করেন তাঁরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *