National

মহিলা পুলিশ অফিসারকে নৃশংসভাবে গুলি করে মারল জঙ্গিরা

১ মহিলা পুলিশ আধিকারিককে শনিবার দুপুর ২টো ৪০ নাগাদ গুলি করে হত্যা করল জঙ্গিরা। শরীরে বুলেটের ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামেই তাঁকে জঙ্গিরা গুলি করে। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে পুলিশ। জোরকদমে শুরু হয় তল্লাশি। কোথাও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা তন্নতন্ন করে খুঁজে দেখা হয়।

শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলায়। এখানেই ভেহিল গ্রামে মহিলা স্পেশাল পুলিশ অফিসার খুশবু জানের বাড়ি। সেখানেই ছিলেন তিনি। তখনই আচমকা সেখানে হাজির হয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তারপর সেখান থেকে পালায়। লুটিয়ে পড়েন খুশবু জান।

জম্মু কাশ্মীরের মহিলা স্পেশাল পুলিশ অফিসার নামে এই গালভরা পোস্টে কিন্তু কনস্টেবলদের চেয়েও কম পারদর্শী মহিলারা জায়গা পান। তাঁদের না থাকে অস্ত্র প্রশিক্ষণ, না থাকে এ ধরণের বিপজ্জনক পরিস্থিতিতে লড়ার তালিম। অথচ এঁদের জঙ্গিদের রুখতেই ব্যবহার করা হয়। মাসে মাসে একটা থোক টাকা পারিশ্রমিক হিসাবে পান তাঁরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *