National

জঙ্গিদের মশা বললেন বিদেশ প্রতিমন্ত্রী

তখন রাত সাড়ে ৩টে। ওখানে তখন প্রচুর মশা ছিল। সেগুলোকে মারতে সেখানে মশা মারার স্প্রে করা হয়েছে। এখন সেই স্প্রেতে কত মশা মরেছে বা শান্তিতে ঘুমোচ্ছে তা কী গোনা তাঁর পক্ষে সম্ভব। বুধবার ট্যুইট করে এভাবেই পাকিস্তানের বালাকোটে জইশ জঙ্গিদের সঙ্গে মশার তুলনা করলেন বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। সেই সঙ্গে তিনি বিরোধী নেতাদের তোলা প্রশ্নেরও জবাব দিলেন। ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার হামলার পরে কংগ্রেস থেকে তৃণমূল বা আপ নেতৃত্ব বারবার জানতে চেয়েছেন ওদিন ঠিক কত জঙ্গির মৃত্যু হয়েছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছেন ওদিন ২৫০ জঙ্গির মৃত্যু হয়। গত মঙ্গলবার বিদেশ প্রতিমন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং অমিত শাহের সেই বক্তব্যের সাফাই দিতে গিয়ে বলেন, অমিত শাহ আসলে বলার চেষ্টা করেছেন জঙ্গি মৃত্যুর সংখ্যা ওইরকম কিছু একটা হবে। তিনি কোনও সঠিক সংখ্যা বলেননি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

২ দিন আগেই ভারতের বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া বলেছিলেন তাঁদের কাজ টার্গেটে আঘাত হানা। ওদিন তাঁরা তা সাফল্যের সঙ্গেই করেছেন। তবে সেই হানায় কতজন জঙ্গি মারা গেল তা গোনা তাঁদের কাজ নয়। সেই সংখ্যা জানাবে সরকার। এদিকে অমিত শাহ ২৫০ মৃত্যুর কথা জানান। তার আগে জানা গিয়েছিল প্রায় সাড়ে ৩৫০ জনের মৃত্যু হয়। এই অবস্থায় বিরোধীদের তরফে জঙ্গিদের মৃত্যুর সংখ্যা নিয়ে জানতে চাওয়া হয় সরকারের কাছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *