National

বন্দি নিয়ে যাওয়ার সময় রাজপথে ডিগবাজি খেল পুলিশের ভ্যান

পুলিশের ভ্যানেই বন্দিদের আদালতে পেশ করা হয়। মঙ্গলবারও তেমনই ২ বন্দিকে আদালতে পেশ করার কথা ছিল। সেইমত তাদের পুলিশ ভ্যানে তোলা হয়। ভ্যান এগোয় আদালতের দিকে। ভ্যানে পাহারায় ছিলেন ৬ পুলিশকর্মী।

পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলা সেই পুলিশের ভ্যান আচমকাই নিয়ন্ত্রণ হারায়। তারপর রাস্তায় উল্টে পড়ে ডিগবাজি খায়। দুর্ঘটনাগ্রস্ত সেই পুলিশ ভ্যান থেকে দ্রুত সকলকে উদ্ধার করা হয়। ৬ পুলিশ কর্মী ও ২ বন্দি গুরুতর আহত হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার মাতান এলাকার কেরিবাল-এর কাছে। ২ বন্দিকে আদালতে পেশ করতে ভ্যানটি যাচ্ছিল কুলগাম জেলায়। তার আগে রাস্তায় এমনই এক দুর্ঘটনার শিকার হল পুলিশ ভ্যান। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button